যে ধরনের ঋণগ্রস্ত ব্যক্তি থেকে যাকাত রহিত হয় না

যে ধরনের ঋণগ্রস্ত ব্যক্তি থেকে যাকাত রহিত হয় না
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে একটি শর্ত আছে যে যাকাত আদায় যোগ্য সম্পদ ঋণ মুক্ত হতে হবে। যদি কোন ঋণ তার সমস্ত নেসাবকে গ্রাস করে নেয় তাহলে তার ওপর যাকাত ওয়াজিব হয় না। এটি যাকাতের প্রসিদ্ধ একটি মাসয়ালা, তবে সব ঋণের ক্ষেত্রে এই মাসয়ালা প্রযোজ্য নয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ঋণের প্রকারভেদ জানতে হবে। ঋণের প্রকারভেদ ঋণ সাধারনত দুই ধরনের হয়ে থাকে এক, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের জন্য ঋণ। দুই, উন্নয়নমূলক কাজের জন্য ঋণ, তথা ব্যবসা-বাণিজ্য কল কারখানার জন্য ঋণ,ভাড়া দেওয়ার জন্য কিংবা বিক্রি করার জন্য বাড়ি নির্মাণের ঋণ। প্রথম প্রকারের ঋণ যাকাতের নেসাব থেকে বাদ দেওয়ার পর যদি নেসাব অবশিষ্ট থাকে তাহলে যাকাত ওয়াজিব হবে অন্যথায় ওয়াজিব হবে না।  দ্বিতীয় প্রকারের ঋণের কারণে অর্থাৎ উন্নয়নমূলক কাজের জন্য যে ঋণ নেওয়া হয় তার কারণে যাকাতের মধ্যে কোন কমতি করা যাবে না। যাকাত পুরাপুরিভাবে আদায় করতে হবে। ঐ ঋণ যাকাতের নেসাব থেকে বাদ দেওয়া যাবে না এবং যাকাতের মধ্যেও কোন কমতি করা যাবে না।  তবে যদি উন্নয়নমূলক ঋণ দীর্ঘমেয়াদি হয় যা…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment