স্পষ্ট করে কথা বলার ১০টি কৌশল

স্পষ্ট করে কথা বলার ১০টি কৌশল
স্পষ্ট করে কথা বলা একটা আর্ট। সবাই এটা রপ্ত করতে পারে না সহজেই। যিনি বলেন তিনিও দেখবেন এটা হঠাৎ করে এমনিতেই অর্জন করেননি। বার বার চেষ্টা করে, বেশি বেশি পড়াশোনার মাধ্যমে শব্দভাণ্ডার উন্নত হয় যা স্পষ্ট করে কথা বলার অন্যতম একটি উপায়। প্রতিদিনই আমাদেরকে কতশত কথা বলতে হয় তার ইয়ত্তা নেই। কথা বলার ক্ষেত্রে আপনি যদি স্পষ্টভাষী হন তবে সেটা শুনতেও যেমন ভালো লাগে তেমনি শ্রোতারাও আপনার কথা গুলো বুঝতে পারেন খুব সহজেই। স্পষ্ট ভাবে কথা বলতে না পারলে, কথা বলার ক্ষেত্রে জড়তা দেখা দিলে, কোন ক্ষেত্রে মাথা উঁচু করে চলতে পারবেন না। মসজিদের খতিব কিংবা বয়ানের বক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। সর্বসাধারণের কাছে দ্বীনের দাওয়াত সাবলীল ভাবে ব্যাক্ত করতে পারবেন না। কোন কথা মনে থাকবে কিন্তু তা মুখের জড়তার কারণে যদি প্রকাশ করতে না পারেন তাহলে অব্যক্ত এক জন্ত্রনার অসহনীয় কষ্ট নিরবে সহ্য করতে হবে। নিজের ভাব কারো সামনে তুলে ধরার জন্য মানুষের ধারস্ত হতে হবে।  কিভাবে জড়তা কাটিয়ে স্পষ্ট ভাষী হ‌ওয়া যায়। নিচে জড়তা কাটিয়ে স্পষ্ট ভাষায় কথা বলতে  কয়েকটি কৌশল উল্লেখ করা হচ্ছে,,  এক: নিজেকে বিশ্লেষণ করতে …

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

1 comment

  1. Anonymous
    মাশাআল্লাহ অনেক সুন্দর আর্টিকেল