ইসলামী গান, ইসলামী সংগীত বলা যাবে কিনা

ইসলামী গান, ইসলামী সংগীত বলা যাবে কিনা
প্রিয় মুসলিম ভাই আমার আমরা প্রতিনিয়তই বিভিন্ন অনুষ্ঠানে শুনে থাকি ইসলামী সংগীত পরিবেশন করবেন বা ইসলামী গান পরিবেশন করবেন বা আধুনিক শিল্পীদের কাছে শুনে থাকে চলো একটা গান গাই, আসলে ইসলামিক গান কিংবা ইসলামী সংগীত বলা যাবে কিনা কোরআন হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে। এ প্রসঙ্গ নিয়ে আজকের এই প্রবন্ধ মনোযোগ সহকারে এই প্রবন্ধটি পড়লে আশা করি সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন।  প্রথমে আমরা শব্দগুলোর অর্থ জেনে নেয় গান শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়, ১. নির্দিষ্ট সুর ও লয়ের উচ্চারিত ছন্দবদ্ধ রচনা সংগীত গান গাওয়া । ২. গীতি কবিতা। ৩. সুমধুর ধ্বনি বা রব (পাখির গান) কীর্তন বর্ণন (গুনোগান)।  গজল কয়েকটি অর্থে ব্যবহৃত হয়,১. হিন্দি বা উর্দু ভাষায় রচিত গীতি কবিতা। ২. সঙ্গীতের সুর বা তাল বিশেষ। ৩. ধর্ম সঙ্গীত। সংগীত শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়, ১. গান (রবীন্দ্র সংগীত)। ২. গীতি ও বাদ্য। ৩. ছন্দ ও লয়ের সমন্বয়ে উচ্চারিত বাক্য, গীতি ও বাদ্য। ইসলাম শব্দের সাথে উপরোক্ত শব্দগুলো মানানসই হয় কিনা  ইসলামী গান কিংবা ইসলামী সংগীত বলা যাবে কি না তা জানতে হলে আমাদের কোরআনে পাকে একটি আয়াতের তাফসীর জানতে হবে …

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment