ভীমরুলের কামড়ে মানুষের মৃত্যু কীভাবে হয়?
আজ আমরা জানতে চলেছি ভীমরুলের কামড়ে কী প্রতিক্রিয়া হতে পারে এবং তার ফলে মানুষের মৃত্যুর ঝুঁকি কতটুকু। আপনারা যারা মুটামুটি দেশের খবর রাখেন তারা জানবেন যে, কিছু দিন আগে ময়মনসিংহে ভিমরুলের কামড়ে একই পরিবারের বাবা এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়েছে। এতে অনেকেই সাবধানতা অবলম্বন করে ভীমরুলের চাক পুড়িয়ে দিচ্ছে। তো চলুন জানা যাক ভীমরুল কখন কামড়ায় এবং কামড়ালে করনিয় কী। প্রথম কথা প্রথম কথা হলো ভীমরুল কামড় দেয় না বরং হুল ফোটায়। বাংলাদেশে সবচেয়ে বেশি যে ভীমরুল দেখা যায় তার নাম হচ্ছে Lesser banded hornet বা Vespa affinis. প্রজাতিটি সবচেয়ে বিষধর ভীমরুল নয় তবে বিষ বেশ তীব্র ও ভীমরুলটি আক্রমণাত্মক। (বিষাক্ত নয় কারণ হুল ফুটিয়ে রক্তে বিষ চালনা করে) অবস্থান ভীমরুল বোলতা গোত্রের পতঙ্গ এবং মৌমাছির মতো সামাজিক । গাছের উঁচুতে বা ঝোপযুক্ত গাছে চাক বাঁধে। এমনিতে নিজের চরকায় তেল দেয় কিন্তু তাদের ক্ষতি হলে প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠে এবং তখন কাছে যাকে পাবে তাকে আক্রমণ করে। অন্য অনেক প্রাণীর মতো এরাও নিজেরা বিপদে না পড়লে কাউকে আক্রমণ করে না। সুতরাং অনর্থক ভীমরুলের চাকে ডিল দিতে যাবেন না। কাউকে…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's