শবে কদরের ফজিলত ও আমল

শবে কদরের ফজিলত ও আমল
শবে কদর শব্দটি ফার্সি, শব অর্থ রাত বা রজনী,কদর অর্থ সন্মানিত, মহিমান্বিত,ভাগ্য।এই রাতে আল্লাহ তায়ালা কুরআন নাযিল করেছেন, ফেরেশতারা অবতীর্ণ হয়, আল্লাহর রহমত অবতীর্ণ হয়, তাই তাকে শবে কদর করে নাম করা হয়েছে। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামীন প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করে দেন বলে তার নামকরণ করা হয়েছে ভাগ্য রজনী। যার আরবি শব্দ হলো লাইলাতুল কদর। মুসলিমদের মর্যাদা পূর্ণ রাত সমূহের মধ্যে থেকে একটি হলো লাইলাতুল কদর, এই রাত্রে ইবাদত করার রয়েছে বহু ফজিলত ও সা‌ওয়াব, আল্লাহ তায়ালা বলেন, লাইলাতুল কদর হাজার মাস ইবাদত করা থেকে উত্তম। তথা ৮৩ বছর চার মাস ইবাদত করা থেকে উত্তম। লাইলাতুল কদর কখন লাইলাতুল কদর কখন তা সুনিশ্চিত ভাবে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামীন তাকে গোপন রেখেছেন। যেন মানুষ বেশি বেশি এবাদত বন্দেগীতে সময় ব্যয় করতে পারে। তবে রমজান মাসে শেষ দশকের বেজোড় রাত্র সমূহ তথা ২১,২৩,২৫,২৭,২৯ লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। রসূল সাঃ বলেন, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রে লাইলাতুল কদর তালাশ কর। বুখারী শরীফ হাদিস নং ২০১৭  হযরত যির ইবনে হুবাইশ রহঃ বর্ণনা করেন হযরত উবাই ইবনে কায়াব রাঃ …

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment