একান্ত নির্জনে গোপন আলাপ বা তানহায়িকী সবক pdf download
একান্ত নির্জনে গোপন আলাপ বা তানহায়িকী সবক pdf download একান্ত নির্জনে গোপন আলাপ বা তানহায়িকী সবক pdf download লেখক:- মুফতি হাকিম আল্লামা আশরাফ আমরুহী অনুবাদক:- মাওঃ আবু বকর সিদ্দিক। ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে বালেগ হওয়ার আলামত ইতিপূর্বে আমি একান্ত গোপনীয় কথা বইয়ে উল্লেখ করেছি যে সকল ব্যক্তির জন্যই প্রাপ্তবয়সে পৌঁছে বিবাহ করা আবশ্যক হয়ে পড়ে । বালেগ বা প্রাপ্তবয়সে পৌঁছার আলামত নিম্নরূপ:- ১, জাগ্রত বা ঘুমন্তাবস্থায় স্বপ্নদোষ বা বীর্যপাত হওয়া । ২,উত্তেজনাসহ বীর্যপাত হওয়া । ৩,গুপ্তাঙ্গে পশম গজানো । যেমন- বগলের নীচে , নাভীর নীচে , নাকের মাঝে । তদ্রুপভাবে দাড়ি , গোফ গজানো অথবা ছেলেদের বয়স পনের বয়সে পৌছা । তেমনিভাবে মেয়েদের জন্য ঋতুস্রাব দেখা দেয়া । বর্তমানে বার বা তের বছরের ছেলেদের মাঝেও জৈবিক চাহিদা প্রকাশ পাচ্ছে । মেয়েরাও এদিক দিয়ে পিছিয়ে নেই , ছোট ছোট মেয়েরাও বিবাহে আগ্রহী হচ্ছে এবং গর্ভবর্তী হয়ে যাচ্ছে। বিবাহের গুরুত্ব নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বিবাহ আমার সুন্নাত । যে ব্যক্তি আমার সুন্নত পালনে অনাগ্রহী হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় । অর্থাৎ সে আমার তরীকার উপর নেই । তিনি আরও বলেন, বিবাহ …
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's