একান্ত নির্জনে গোপন আলাপ বা তানহায়িকী সবক pdf download
একান্ত নির্জনে গোপন আলাপ বা তানহায়িকী সবক pdf download
লেখক:- মুফতি হাকিম আল্লামা আশরাফ আমরুহী
অনুবাদক:- মাওঃ আবু বকর সিদ্দিক।
ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে
বালেগ হওয়ার আলামত
ইতিপূর্বে আমি একান্ত গোপনীয় কথা বইয়ে উল্লেখ করেছি যে সকল ব্যক্তির জন্যই প্রাপ্তবয়সে পৌঁছে বিবাহ করা আবশ্যক হয়ে পড়ে । বালেগ বা প্রাপ্তবয়সে পৌঁছার আলামত নিম্নরূপ:- ১, জাগ্রত বা ঘুমন্তাবস্থায় স্বপ্নদোষ বা বীর্যপাত হওয়া ।
২,উত্তেজনাসহ বীর্যপাত হওয়া ।
৩,গুপ্তাঙ্গে পশম গজানো ।
যেমন- বগলের নীচে , নাভীর নীচে , নাকের মাঝে । তদ্রুপভাবে দাড়ি , গোফ গজানো অথবা ছেলেদের বয়স পনের বয়সে পৌছা । তেমনিভাবে মেয়েদের জন্য ঋতুস্রাব দেখা দেয়া । বর্তমানে বার বা তের বছরের ছেলেদের মাঝেও জৈবিক চাহিদা প্রকাশ পাচ্ছে । মেয়েরাও এদিক দিয়ে পিছিয়ে নেই , ছোট ছোট মেয়েরাও বিবাহে আগ্রহী হচ্ছে এবং গর্ভবর্তী হয়ে যাচ্ছে।
বিবাহের গুরুত্ব
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বিবাহ আমার সুন্নাত । যে ব্যক্তি আমার সুন্নত পালনে অনাগ্রহী হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় । অর্থাৎ সে আমার তরীকার উপর নেই । তিনি আরও বলেন, বিবাহ হল ঈমানের অর্ধেক । এ হাদীসের উদ্দেশ্য হল , বিবাহের পূর্বে কৃত আমলের গুরুত্ব শরীয়তের মানদন্ডে অর্ধেক । আর বিবাহের পর কৃত আমল স্বয়ংসম্পূর্ণ । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বিষয়ে আরও এরশাদ করেন, যে ব্যক্তি মহিলার অর্থ - সম্পদ প্রাপ্তির আশায় বিবাহ করবে , আল্লাহ্ তাআলা তাকে নিঃস্ব বানিয়ে রাখবেন ।অর্থাৎ স্ত্রীর অর্থ - সম্পদ দ্বারা তাকে উপকৃত হতে দিবেন না । আর যে মেয়ের অভিজাত বংশের খেয়াল করে বিবাহ করবে, দিন দিন তার অসভ্যতা বৃদ্ধিই পেতে থাকবে । আর যে যিনা ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য , নিজের মান - সম্মান, ইজ্জত আব্রু বহাল রাখতে এবং আত্মীয়তার সম্পর্ক গড়ার উদ্দেশ্যে বিবাহ করবে , আল্লাহ তাআলা তার বিবাহে খায়ের ও বরকত দান করবেন ।
বিবাহের উপকারিতা
জৈনক বুযর্গ ব্যক্তিগণ বলেন , বিবাহের পাঁচটি উপকারিতা রয়েছে । যথা:-
১,জৈবিক চাহিদা নিজ ইচ্ছাধীন থাকে
২,ঘর - বাড়ী সাজানো - গুছানো থাকে ৩,সন্তানাদি জন্ম নেয় ।
৪,সন্তানাদি ও স্ত্রীর খবরা - খবর নেয়া ও বরণ পোষণ দেয়ার জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে হয় ।
৫, সবচেয়ে বড় কথা হল এর দ্বারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করা হয় । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ করেন- ' তোমরা এমন মহিলাদেরকে বিবাহ করবে , যাদের থেকে সন্তানাদি বেশি হয় । আমি যেন কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যাগরিষ্টতায় গর্ব করতে পারি ।
এই বই পড়ার আগে
পুরুষ:- কথায় প্রবল কাজে দুর্বল।
মহিলা:- বুক ফাটে মুখ ফাটে না।
এই বই পড়ার পর
পুরুষ:- কথায় যেমন কাজেও তেমন।
মহিলা:- মুখ ফাটে আর বুক ফাটে না।
বই পরিচিত
নাম:- একান্ত নির্জনে গোপন আলাপ বা তানহায়িকী সবক
লেখক:- মুফতি হাকিম আল্লামা আশরাফ আমরুহী।
অনুবাদক:- মাওঃ আবু বকর সিদ্দিক
সাইজ:- ৪০+
পৃষ্ঠা:-১১২
মাকতাবা:- রংধনু পাবলিকেশন্স
জয়েন করুন telegram channel and telegram group and Facebook page.
দাবিত্যাগ
আমরা এই বইয়ের পিডিএফ তৈরি করি নাই বরং সমাধান মিডিয়া তার সংগ্রহ করেছি আপনি যদি কোন ক্লেম করতে চান তাহলে যারা এ পিডিএফ তৈরি করেছে তাদের বিরুদ্ধে করেন ধন্যবাদ।
