ইসলামী খিলাফতের পরিচয়

ইসলামী খিলাফতের পরিচয়
বর্তমান সময়ে বিশ্বে ইসলামী খেলাফত দরকার বিশেষ করে বাংলাদেশ এই পরিস্থিতিতে ইসলামী খেলা হতে পারে মানুষদের মাঝে পরিপূর্ণ শান্তি দিতে ও সমৃদ্ধি বৃদ্ধি করতে। এজন্যই আমাদের ইসলামী খেলাফতের পরিচয় জানা দরকার। আজকের এই আর্টিকেলে পরিপূর্ণভাবে আপনি ইসলামী খেলাফতের পরিচয় জানতে পারবেন,, তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। ইসলামি খিলাফত কী?  সহজ করে বললে, মানুষের দ্বীন ও দুনিয়াবি যাবতীয় যত বিষয় আছে সেগুলো পরিচালনার জন্য আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্ধারন করেছেন, সেগুলোকে তাঁদের প্রতিনিধি হয়ে জীবনের পরিচালনার জন্য নির্ধারন করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক করে দেয়া নীতি ও নৈতিকতার প্রতিনিধিত্ব হয়ে জীবনপরিচালনার নামই হলো খিলাফত। শরহে মাকাসেদ গ্রন্থে খিলাফতের পরিচয় দেওয়া হয়েছে এভাবে, هي رئاسة عامة في الدين والدنيا خلافة عن النبي صلى الله عليه وسلم রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হয়ে মুসলমানদের ইহলৌকিক বা পরলৌকিক বিষয়ে পরিচলনার সর্বোচ্চ ক্ষমতাকে খিলাফত বলে। অর্থাৎ, মানুষের জীবনের যত অনুষঙ্গ আছে চাই তা ইহকালিন হোক বা পরকালিন; সকল বিষয়ের প্রকৃত সিন্ধ…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment