আশুরার স‌ওম পালন করার সঠিক পদ্ধতি

আশুরার স‌ওম পালন করার সঠিক পদ্ধতি
পালন করা অনেক পূন্নময়ী একটি ইবাদত। এ গুরুত্বপূর্ণ এ ইবাদত টি আমরা কিভাবে পালন করব চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই। আশুরার সওম পালন সম্পর্কিত হাদীসসমূহ একত্র করলে আশুরার সওম পালনের পদ্ধতি সম্পর্কে কয়েকটি সিদ্ধান্তে আসা যায়ঃ সওম পালনের পদ্ধতি (ক)  মুহাররম মাসের নবম ও দশম তারিখে সওম পালন করা। এ পদ্ধতি অতি উত্তম। কারণ রসূলে কারীম (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এভাবেই আশুরার সওম পালনের সংকল্প করেছিলেন। যেমন ইবনে আব্বাস রা. এর হাদীস এর প্রমাণ বহন করে। সওম পালনের পদ্ধতি (খ)  মুহাররম মাসের দশম ও একাদশ দিবসে সওম পালন করা। এ পদ্ধতিও হাদীস দ্বারা সমর্থিত। সওম পালনের পদ্ধতি(গ)  শুধু মুহাররম মাসের দশম তারিখে সওম পালন করা। এ পদ্ধতি মাকরূহ। কারণ এটা ইহুদীদের আমলের সাথে সঙ্গতিপূর্ণ।(ইকতেজাউ সিরাতিল মুস্তাকীম: ইমাম তাইমিয়া)  আশুরার সওম তিনটি পালন করা যাবে? ও কোন কোন আলেমের মতে আশুরা উপলক্ষে নবম, দশম ও একাদশ তারিখে মোট তিনটি সওম পালন করা ভাল। এতে আশুরার ফজীলত লাভ করার ক্ষেত্রে কোন সন্দেহ থাকে না। (রদ্দুল মুহতার ইবনে আবেদীন) তবে সর্বাবস্থায় এ রকম আমল করা ঠিক হবে না। এভাবে আমল তখনই করা যেতে পারে যখন আশুরা…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment