আশুরা সম্পর্কে প্রচলিত ভুল আকীদাহ-বিশ্বাস

আশুরা সম্পর্কে প্রচলিত ভুল আকীদাহ-বিশ্বাস
আশুরার দিন নিয়ে বহু  ভ্রান্ত আকিদা ও বিশ্বাস সমাজে বিরাজমান রয়েছে, যা বলার অপেক্ষা রাখেনা। এখন আমরা কুরআন হাদিসের আলোকে কিছু ভ্রান্ত আকিদা ও বিশ্বাসের যাচাই-বাছাই করব।  শিয়া সম্প্রদায়ের লোকদের যদি আপনি জিজ্ঞেস করেন 'আশুরা কি?' তারা উত্তরে বলবে এ দিনে আমাদের মহান ইমাম হুসাইন আ. কারবালাতে যুদ্ধ করে শহীদ হয়েছেন। তাই এ দিনটি পবিত্র। যদি অন্য জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করেন 'আশুরার তাৎপর্য কি?' তখন তিনি এর সাথে এমন কিছু কথা বলবেন যার সমর্থনে কুরআন বা সহীহ হাদীসের কোন প্রমাণ নেই। তাদের বক্তব্য শুনে মনে হবে বিশ্বের সকল গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ রাববুল আলামীন এ আশুরাতে ঘটিয়েছেন ও আগত ভবিষ্যতের সকল গুরুত্বপূর্ণ ঘটনা ও আশুরাতে সংঘটিত করাবেন। পৃথিবীর সৃষ্টি ও ধংশ সবই নাকি এ দিনে হয়েছে ও হবে বলা হয়ে থাকে এ দিনে পৃথিবীর সৃষ্টি হয়েছে।  আদম আ. এর সৃষ্টি এ দিনে হয়েছে। আদম আ. কে এ দিনে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এ দিনে আদম ও হাওয়ার মিলন হয়েছিল আরাফাতের ময়দানে। উভয়ের তাওবা কবুল হয়েছিল এ দিনে। নূহ আ. এর প্লাবন এ দিনে হয়েছিল। প্লাবন শেষে নূহ আ. এর নৌকা এ দিনে জুদী পাহাড়ে ঠেকে গিয়েছিল। আইউব আ…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment