সাহাবাদের মেহমানদারির বে'নযীর দৃষ্টান্ত যা অন্তরকে বিগলিত করবে!

সাহাবাদের মেহমানদারির বে'নযীর দৃষ্টান্ত যা অন্তরকে বিগলিত করবে!
একদিন নবী করীম (সা) এর নিকট একজন লোক এসে বললোঃ 'আমার ভীষণ ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দিন। আল্লাহ আপনাকে বরকত দেবেন।' হজুর (সা) বাড়ীর ভেতর সংবাদ পাঠালেন কিছু খাদ্য প্রেরণের জন্য। কিন্তু প্রত্যেক স্ত্রী উত্তর পাঠালেনঃ 'শপথ সেই সত্তার, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন। আমার নিকট পানি ছাড়া আর কিছুই নেই।' তখন নবী করীম (সা) বললেন: 'তোমাদের মধ্যে আজ কে এ লোকের মেহমানদারী করবে?' এক আনসার সাহাবী দাঁড়িয়ে বললেন: 'ইয়া রাসূলাল্লাহ! আমি এর মেহমানদারী করবো।' তখন তিনি মেহমানকে নিয়ে নিজের বাড়ীতে গেলেন এবং স্ত্রীকে বললেন: 'তোমার কাছে কোন খাবার আছে কি', নবী করীম (সা) এর পাঠানো এ মেহমানের জন্য?' স্ত্রী জবাব দিলেন: 'বাচ্চাদের খাবার পরিমাণ খাদ্য ছাড়া আর কিছুই নেই।' আনসারী বললেন: 'ঠিক আছে, তুমি বাচ্চাদের কিছু একটা দিয়ে ভুলিয়ে রাখো। রাতে খাবার চাইলে ঘুম পাড়িয়ে দিও। আর আমাদের মেহমান যখন খেতে আসবে তখন বাতি নিভিয়ে দেবে এবং এমন শব্দ করতে থাকবে যেন মেহমান বুঝতে পারে আমরাও তার সাথে খাচ্ছি।' কথানুযায়ী তারা সবাই মিলে খেতে বসলেন। বাতি নিভিয়ে মেহমানকে তাঁরা খান…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment