ব্যবসার প্রতি রাসূল (সা.) এবং সাহাবিদের উৎসাহবাণী

ব্যবসার প্রতি রাসূল (সা.) এবং সাহাবিদের উৎসাহবাণী
ব্যবসা করা সুন্নত কেননা রাসূল সাঃ নিজে ব্যবসা করেছেন এবং ব্যবসার প্রতি মানুষকে উৎসাহিত করেছেন। তিনি বলেন বিশ্বস্ত আমানত দার ব্যবসায়ীর হাসর হবে নবী, সিদ্দিক, শহীদ ও নেককারদের সাথে। সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে সমাধান মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ। তোমরা পার্থিব জীবনোপকরণ লাভে উত্তম পন্থা অবলম্বন করো। কেননা যাকে যেজন্য সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজতর করা হয়েছে। -রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন ব্যবসায়ীর সন্তান। তিনি নিজে ব্যবসা করেন। চাচার সাথে ব্যবসায়িক সফরে সিরিয়ায় যান, যৌবনে আবার পণ্য নিয়ে সিরিয়ায় যান ব্যবসা করতে। মানুষকে কাজ করে খাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসাহ প্রদান করেন। তিনি বলেন: মানুষের নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর কিছু নেই।সহিহ বুখারি: ২০৭২) কেউ যদি বিশ্বস্ততার সাথে ব্যবসা করে, এই ব্যবসার জন্যও সে সওয়াব পাবে। সে ব্যবসা করে মুনাফা লাভ করে, সেখান থেকে পরিবারের পেছনে ব্যয় করবে, এতেও সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment