উসমান গনি রাঃ এর অর্থ সম্পদ ও বদান্যতা

উসমান গনি রাঃ এর অর্থ সম্পদ ও বদান্যতা
"ব্যয় করো এবং দান করো। 'অনেক সম্পদ হলে দান করব' -এমনটা ভেবো না। তাহলে দেখবে, সম্পদও হবে না, দান করাও হবে না। অনেক সম্পদ না থাকা সত্ত্বেও যদি দান করো, তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না।"(আসমা বিনতে আবি বকর (রা.)) উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাথে নিজের দুই মেয়ে রুকাইয়‍্যা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দেন। রুকাইয়্যা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তিনি বিয়ে করেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে। তিনিও ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিয়ে বলেন, "উসমান, আমার তৃতীয় (বিয়ের উপযুক্ত) একজন কন্যা থাকলে, তাঁকেও তোমার সাথে বিয়ে দিতাম। সেই সময় রাসূলুল্লাহর বাকি দুই মেয়ের বিয়ে হয়ে যায়। নতুবা তাঁদের কেউ অবিবাহিত থাকলে তাঁকেও উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিতেন।(তাবাকাতে ইবনে সা'দ: ৩/৪১) উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেসব সৌভাগ্যবান সাহাবিদের অন্যতম, যারা দ…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment