আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ রমজান উপলক্ষে রমাদান প্লানার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পিডিএফ বই। যে বই থেকে রমজান মাসে নিজেকে সংশোধন করা এবং নিয়মিতভাবে আমল করার একটি সিলেবাস আপনার হাতে এসে যাবে। এই মোতাবেক আমল করতে পারলে আশা করা যায় এই রমজান মাসে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। প্রিয় মুসলিম বন্ধু আমার তাহলে আর কাল বিলম্ব না করি চলুন আমরা রমাদান প্লানার সম্পর্কে কিছু জেনে আসি এবং ডাউনলোড করার লিঙ্ক শেয়ার করি।
somadanmedia.com |
রমাদান প্ল্যানার নির্দেশিকা
* রমাদান প্ল্যানারে প্রতিদিনের জন্য একটি আয়াত, একটি হাদীস, একটি দু'আ ও তিনটি করে আল্লাহর নাম দেওয়া হয়েছে। প্রতিদিন এগুলো অনুবাদসহ মুখস্থ করার চেষ্টা করুন। তাহলে রমাদানের ত্রিশ দিনে ৩০টি আয়াত, ৩০টি হাদীস, ৩০টি দু'আ ও ৯০টি আল্লাহর নাম আত্মস্থ হয়ে যাবে। যা জীবনভর আপনার কাজে আসবে ইন-শা-আল্লাহ।
* প্ল্যানারে নির্দেশিত আমলসমূহের কোন কাজটা কখন করবেন তা আপনার সুবিধা অনুযায়ী ভাগ করে নিন।
* পরের দিনের কাজের তালিকা আগের দিন দেখে নিন।
* কোনো আমল নির্দিষ্ট দিনে করতে না পারলে পরবর্তী দিনে হলেও করে নিন।
* দৈনিক চেকলিস্টের কাজগুলো নিয়মিত করার চেষ্টা করুন। যে কাজগুলো করেছেন, দিন শেষে সেগুলোতে টিকচিহ্ন দিন।
* সালাত ট্র্যাকারে দুইটি বৃত্ত থাকবে। একটি ফরয সালাত আদায়ের জন্য আর একটি সুন্নত সালাতের জন্য। পুরুষরা যদি ফরয সালাত জামাআতে আদায় করে থাকেন, দুই বৃত্তে টিকচিহ্ন দিন আর একাকী আদায় করলে এক বৃত্তে টিকচিহ্ন দিন।
* 'কুরআন ট্র্যাকার'-এ প্রত্যেকদিন পঠিত আয়াত-সংখ্যা, পৃষ্ঠা-সংখ্যা ও পারা-সংখ্যা লিখুন।
* 'আজকের বিশেষ অর্জন'-এ প্রতিদিন এমন একটা বিশেষ কাজের কথা লিখুন, যা করতে পেরে আপনি পরিতৃপ্ত।
কয়েকটি করণীয়-বর্জনীয়
* আল্লাহ তা'আলার ওপর আস্থা রাখুন।
* সালাত সুন্দর করে ধীরস্থিরভাবে আদায় করুন।
* কুরআন পড়ুন। যথাসম্ভব বুঝে পড়ার চেষ্টা করুন।
* যারা কুরআন পড়তে পারেন না, তারা সম্পূর্ণ মনোযোগের সাথে তিলাওয়াত শ্রবণ করুন।
* প্রত্যেক ভালো কাজ আল্লাহর নামে আরম্ভ করুন।
* আপনার সম্পদের হিসেব করে যাকাত প্রদান করুন।
* গোপনে দান করুন।
* নিকটাত্মীয়দের জন্য ব্যয় করুন।
* অভাবীদের জন্য ব্যয় করুন।
* আপনার সিয়ামকে অর্থবহ করার চেষ্টা করুন।
* চোখের পর্দা করুন।
* অন্যকে সৎকর্মের দিকে উৎসাহিত এবং পরিচালিত করুন।
* দিনমজুর ও সাধারণ শ্রেণীর মানুষদের সালাম দিন।
* অধীনদের প্রতি সদয় থাকুন। তাদের কাজের বোঝা হালকা করে দিন।
* স্বাস্থ্যসম্মত ইফতার করুন এবং অতিভোজন পরিহার করুন।
* সাহরীতে একটি হলেও খেজুর খান।
* ভোর রাতে আল্লাহর নিকট দু'আ করুন।
* পথে কষ্টদায়ক কিছু দেখলে তা পরিষ্কার করুন।
* রমাদানে তাহাজ্জুদ আদায়ের অভ্যাস করুন।
পরিহার করুন
* অর্থহীন ও অহেতুক কাজ পরিহার করুন।
* টিভি সিরিয়াল, মুভি, নাটক ও সিনেমা দেখা পরিহার করুন।
* মিউজিক শুনবেন না।
* গেমস খেলে সময় নষ্ট করবেন না।
* আভড্ডা ও দলবেঁধে গল্পগুজব পরিহার করুন।
* টাইম কিলার ইউটিউব ও সামাজিক যোগাযোগ-মাধ্যমে সময় কম দিন।
* হারাম উপার্জন বন্ধ করুন।
* আপনি সঠিক হওয়া সত্ত্বেও পরিবার কিংবা পরিবারের বাইরে কারো সাথে তর্ক পরিহার করুন।
* ঝগড়া পরিহার করুন।
* মিথ্যা কথা পরিহার করুন।
* যে কোনো পাপকাজ পরিহার করুন।
* কারো ব্যাপারে সন্দেহ বা কুধারণা পোষণ করবেন না।
* কারো পেছনে সমালোচনা করবেন না।
* কারো প্রতি রূঢ় আচরণ করবেন না।
* কারো প্রতি হিংসা বা শত্রুতা লালন করবেন না।
* কারো কাছ থেকে অবৈধ কোনো সুবিধা নেবেন না বা কাউকে অবৈধ সুবিধা দেবেন না।
* কারো মনে কষ্ট হয়, এমন কোনো আচরণ করবেন না।
* সাহরী, ইফতার ও ঈদের কেনাকাটায় অপচয় করবেন না।
বই পরিচিত
বইয়ের নাম: রমাদান প্ল্যানার
লেখক: শায়খ আহমদুল্লাহ
ধরণ: পি ডি এফ
সাইজ: ২৮
প্রকাশনা: আস সুন্নাহ ফাউন্ডেশন
অনুরোধ
যদি আপনার বই ক্রয় করার সমর্থ্য থাকে এবং সুযোগ থাকে তাহলে বইটি লাইব্রেরী থেকে ক্রয় করে পড়ার অনুরোধ রইলো। যদি কোনোভাবেই তাকে ক্রয় করার সুযোগ কিংবা সমর্থ্য না থাকে তাহলে বইটির পিডিএফ পড়তে পারেন।
ডাউনলোড
বইটি ডাউনলোড করতে ডাউনলোড অপশন এ ক্লিক করে এক মিনিট অপেক্ষা করুন তারপর ভিজিট অপশনে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিন।
দাবিত্যাগ
এই বইটির মালিক সমাধান মিডিয়া নয় বরং সমাধান মিডিয়া অনলাইন থেকে কালেক্ট করে শেয়ার করেছি মাত্র যদি আপনি এই বইটির মালিক হয়ে থাকেন এবং এই সাইট থেকে বইটিকে সরাতে চান তাহলে সমাধান মিডিয়াকে জানান ২৪ ঘন্টার ভিতরে তাকে অপসারণ করা হবে।