মাদ্রাসায় পড়ানো হবে রামায়ণ, প্রাথমিকভাবে ১০০ মাদ্রাসায় পড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত !

মাদ্রাসায় পড়ানো হবে রামায়ণ, প্রাথমিকভাবে ১০০ মাদ্রাসায় পড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত !
ইসলাম ধর্মের ঘাঁটি যোগ্য আলেম তৈরি করার কারখানা মাদ্রাসা, সেই মাদ্রাসাতেও পড়ানো হবে রামায়ণ। বিস্মিত হয়েছে! না তা বাস্তব, নাউজুবিল্লাহ। চলুন ভারতের উত্তরাখণ্ডের নতুন খবরটি জেনে নেই। ভারতের উত্তরাখণ্ডের মাদ্রাসা সিলেবাসে রামায়ণ অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ওয়াকফ বোর্ড। ইতিমধ্যে দেহরাদুন, হরিদ্বার, নৈনিতাল ও উধম সিং নগর এই চার মাদ্রাসায় এই নতুন সিলেবাসে পাঠদান হবে এবং পর্যায়ক্রমে তাদের রাজ্যে থাকা ১১৭টি মাদ্রাসার পাঠ্যসূচিতেই যুক্ত হবে রামায়ণ জানিয়েছে উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড।  উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কোরআন শিক্ষার পাশাপাশি রামায়ণও পড়াবো। আমরা যদি লক্ষ্মণের কাহিনী থেকে তাদের শেখাতে পারি যে বড় ভাইয়ের জন্য তিনি কত ত্যাগ করেছিলেন, তাহলে ক্ষমতার লালসে আওরঙ্গজেবের ভাই হত্যার কাহিনী শেখানোর দরকার কি?’ এই চার মাদ্রাসায় ড্রেসকোডও নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি। ওয়াকফ বোর্ড থেকে এই চার মাদ্রাসায় রামায়ণ জানা চারজন প্রিন্সিপালকে নিয়োগ দেওয়া হবে। নতুন সিলেবাস তৈরির জন্য আরও বড় পরিকল্পনা রয়েছে তাদের। আপাতত উত্তরাখণ্ডের চারটি জেলার চারটি …

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment