আত্মনিয়ন্ত্রণ কি এবং তা কেন জরুরী

আত্মনিয়ন্ত্রণ কি এবং তা কেন জরুরী
যদি কোন ব্যক্তি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কখনো সে সফলতার মুখ দেখতে পারবে না দুনিয়াতেও সফল হতে পারবেনা আখিরাতেও সফল হতে পারবেনা। দুনিয়াতে সফল হতে পারবে না কারণ যে কাজগুলো সফল হওয়ার জন্য প্রতিবন্ধক সে নিজেকে নিয়ন্ত্রণ না করার কারণে ঐ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আখেরাতের মধ্যে সফল হতে পারবেনা কারণ আখেরাতের মধ্যে বিফল হওয়ার যে সকল কাজ রয়েছে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ঐ সকল কাজে লিপ্ত হয়ে পড়বে। এভাবে দুনিয়া এবং আখেরাত উভয়টাই বরবাদ হবে। আত্মনিয়ন্ত্রণের পরিচিতি আল্লাহ তাআলা মানুষের মাঝে দুটি শক্তি দান করেছেন। একটি শক্তি কোনো কাজে অগ্রসর হওয়ার। অন্যটি কোনো কাজ থেকে বিরত থাকার। অগ্রসর হওয়ার এ শক্তিটি দ্বীনি ও দুনিয়াবি উপকার হয়-এমন কাজে ব্যয় করা উচিত। অন্যদিকে বিরত থাকার শক্তিটি ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত থাকার জন্য ব্যয় করা উচিত। প্রতিটি মুসলিমের ওপর ভালো কাজে অগ্রসর হওয়া এবং মন্দ কাজ থেকে নিবৃত্ত হওয়া ফরজ করা হয়েছে। নিবৃত্ত থাকার এ বিষয়টিই হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। একজন মুসলিম নিজেকে মন্দে পতিত হওয়া থেকে আত্মনিয়ন্ত্রণ করবে-এটা তার ওপর ফরজ। অতএব একজন মুসলিম নিজে…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment