ডিপ্রেশন প্রতিরোধে আল্লাহ উপর ভরসা
দুনিয়াতে বসবাসকারী প্রত্যেক মানুষ কোন না কোন সময় দুশ্চিন্তা পেরেশানিতে ভুগে। অনেক মানুষ দুশ্চিন্তার কারণে স্ট্রোক করে, আবার কেউ কেউ দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশনের কারণে স্বাভাবিক জীবন যাপন করতে পারেনা। সর্বদা হাস্যজ্জল চেহারা টিও মলিন হয়ে যায়। যেন আমাবস্যা রাত্রির অন্ধকার তার মাঝে প্রভাব বিস্তার করেছে। এই ডিপ্রেশন থেকে রক্ষা পেতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামীন অনেক উপায় বলে দিয়েছেন, আজ আমরা ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ আলোচনাটি পড়বেন আশা করি অনেক প্রশান্তি লাভ করবেন । ডিপ্রেশন প্রতিরোধে আল্লাহ উপর ভরসা যে ব্যক্তি এটা বিশ্বাস করবে যে, আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাবান, তিনি সকল কিছু গ্রহণ ও পরিচালনার ক্ষেত্রে অদ্বিতীয়। আর বান্দা নিজেকে নিজে পরিচালনার তুলনায় বান্দাকে আল্লাহ তাআলার পরিচালনা করা কল্যাণকর। কেননা তিনি বান্দার স্বার্থের ব্যাপারে স্বয়ং সেই বান্দা থেকে ভালো জানেন। সেই স্বার্থ অর্জন ও হাসিলের ক্ষেত্রে তিনি বান্দা থেকে অধিক সক্ষম। বান্দার জন্য তার নিজের চেয়ে বেশি কল্যাণকামী এবং তার উপর তার নিজের থেকে বেশি দয়ালু। তার ন…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's