কুরআন শরীফ তার পাঠ কারী কে জান্নাতে নিয়ে ছাড়বে
কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা তৈরি হবে, সে দিন প্রত্যেক মানুষ সুপারিশ কারী অন্বেষণ করবে। কিন্তু কেউ কারো জন্য সুপারিশ কারী হবে না। সকলে ইয়া নাফিস ইয়া নাফিস বলবে। ঐ দিন কুরআন শরীফ ঐ ব্যক্তির জন্য সুপারিশ কারী হবে যে ব্যক্তি নিয়মিত কুরআন শরীফ পাঠ করতো। হযরত সায়ীদ ইবনে সুলাইম (রহঃ) হইতে বর্ণিত, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কুরআনের চেয়ে বড় আর কোন সুপরিশকারী হইবে না। না কোন নবী; না কোন ফেরেশতা আর না অন্য কেহ। (শরহুল-এহইয়া) কুরআন পাকের সুপারিশকারী হওয়া এবং এমন পর্যায়ের সুপারিশকারী হওয়া যার সুপারিশ গ্রহণযোগ্য হইবে। এই বিষয় আরও বহু রেওয়ায়াত দ্বারা জানা গেছে। আল্লাহ তায়ালা আপন রহমতে আমার জন্য এবং তোমাদের জন্য কুরআন শরীফকে সুপারিশকারী বানিয়ে দিন। আমাদের প্রতিপক্ষ ও আমাদের বিরুদ্ধে অভিযোগকারী না বানান। কুরআন শরীফ তার পাঠ কারী কে জান্নাতে নিয়ে ছাড়বে 'লাআলী মাসনূআ' নামক কিতাবে 'বায্যারে'র বর্ণনা হইতে নকল করেছেন এবং এই হাদীসকে মওজু' বা জাল বলিয়া আখ্যায়িতও করেন নাই। আর তাহা এই যে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাহার পরিবারের …
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's