মালিক ইবনু দিনার (রহঃ) কি আমল করে আল্লাহর বন্ধু হলেন।
মালিক ইবনু দিনার (রহঃ) কি আমল করে আল্লাহর বন্ধু হলেন।
মালিক ইবনু দীনার (মৃত্যু 748 খ্রিস্টাব্দ) ছিলেন পার্সিয়ান পণ্ডিত এবং ভ্রমণকারী। তিনি রাজা চেরামান পেরুমালের বিদায়ের পরে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের লক্ষ্যে ভারতে আগত প্রথম পরিচিত মুসলমানদের মধ্যে একজন ছিলেন। তিনি প্রথমেই আল্লাহ তায়ালার প্রিয় বান্দা ছিলেন না তিনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামীনের প্রিয় বান্দা হলেন আজ সে ঘটনায় আপনাদেরকে শোনাবো। মালিক ইবনু দিনার রহঃ কি কাজ করে আল্লাহর বন্ধু হলেন। এক দুঃস্বপ্ন ইসলামের মহান মনিষী মালিক ইবনু দিনারকে তাওবার কাছে নিয়ে আসে, তার জীবন বদলে দেয়। মালিক ইবনু দিনার রহিমাহুল্লাহকে তার ফিরে আসার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি ছিলাম পুলিশের লোক এবং মদ্যপায়ী। আমার এক দাসী ছিল, যে আমার সাথে খুব ভালো আচরণ করতো। তার গর্ভে আমার এক মেয়ের জন্ম হয়, মেয়ের প্রতি ছিল আমার তীব্র অনুরাগ। যখন সে হাঁটতে শিখলো তখন তাঁর প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে যায়। আমি মদ খেতে গেলে সে এসে মদের গ্লাস ধরে টান দিত, এতে সব আমার কাপড়ের উপর গড়িয়ে পড়ত। যখন তার বয়স দুই বছর, তখন সে মারা যায়। আমি অত্যন্ত ভেঙ্গে পড়েছিলাম। ঐ বছরের ১৫ই শা'বানের দিন ছিল শুক্রবার। আমি মাতাল অবস্থায় …
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's