বদনজর থেকে হেফাযতের জন্য শিশুর কপালে টিপ দেওয়ার বিধান

বদনজর থেকে হেফাযতের জন্য শিশুর কপালে টিপ দেওয়ার বিধান
ছোট ফুটফুটে ছেলে বা মেয়ে সন্তানের কপালে আমাদের অনেকেই টিপ দিয়ে থাকে। তারা মনে করে এই টিপ দিলে সন্তান কুদৃষ্টি এবং বদনযর থেকে বেঁচে থাকবে। বিশেষ করে যখন বাচ্চা কে বাড়ির বাইরে নিয়ে যায় তখন এই দৃশ্য বেশি দেখা যায়। এই টিপ দেওয়ার ইসলামী হুকুম কি তা অনেকের জানা নেই। আদৌ কি ইসলাম এটাকে সমর্থন করে কি না। চলুন আমরা এই টিপ দেয়ার হুকুম জেনে নেই.. অনেকে বদনজর কিংবা কুদৃষ্টি থেকে হেফাযতের উদ্দেশ্যে শিশুর কপালে টিপ দেওয়া ঠিক নয়। এটি বদনজর রোধ করে না। কেননা কুদৃষ্টি বা বদনযর থেকে হেফাজত করার মালিক আল্লাহ রাব্বুল আলামীন। তাই কুদৃষ্টি থেকে মুক্তি পেতে আমাদের আল্লাহ তায়ার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। যদি কেউ এই ধারণা পোষণ করে যে কপালে কালো টিপ শিশুকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করতে পারে তা হলে এটা শিরিকের পর্যায়ে চলে যাবে। শিশুদের বদনজর থেকে হেফাজতের দোয়া শিশুকে বদনজর এবং কুদৃষ্টি ও বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য কী করতে হবে-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়েছেন। এক , হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন (রা)-এর জন্য এই দুআ পড়ে আল্লাহর আশ্রয় চাইতে…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment