নারীদের দিকে পুরুষের দৃষ্টিপাতের প্রকার ও বিধান
সমাজে চলতে ফিরতে সর্বদায় আমাদের দৃষ্টি কোন না কোন নারীর প্রতি পড়ে, এ থেকে বিরত থাকতে আমরা অপারগ। কেননা কোন সংসার নারী ব্যতিত কল্পনা করা যায় না। সংগত কারণেই আমাদের নারীদের প্রতি তাকাতে হয়। বাস্তবিক অর্থে সকল নারীর প্রতি দৃষ্টিপাতের বিধান এক নই। যেমন ভাবে নারীর সাথে সম্পর্কের ধরণ ভিন্ন ভিন্ন হয়, তেমনি ভাবে তাদের প্রতি দৃষ্টিপাতেরেও বিধান ভিন্ন ভিন্ন। এখন আমাদের জানা উচিৎ নারীর প্রতি দৃষ্টিপাতের প্রকার ও তার হুকুম। নারীদের দিকে পুরুষদের দৃষ্টিপাত আট প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকার : কোনোরকম শরয়ি প্রয়োজন ব্যতীত প্রাপ্তবয়স্ক পুরুষদের দৃষ্টিপাত হোক সে নপুংসক প্রাপ্তবয়স্কা স্বাধীনা (দাসী নয়) আজনবি (মাহরাম নয় ) নারীর দিকে। এমন দৃষ্টিপাত হারাম। উল্লিখিত নারীর কোনো অঙ্গের দিকেই তাকানো বৈধ হবে না। এমনকি হাত-পায়ের নখ ও চুলের অগ্রভাগও এ হুকুমের অন্তর্ভুক্ত। দ্বিতীয় প্রকার : অতিবৃদ্ধা নারী যার প্রতি কোনোরকম আকর্ষণ অনুভব হয় না। কিংবা এমন কুৎসিত নারী যার দিকে তাকাতে ইচ্ছে করে না। এমন নারীদের কেবল চেহারার দিকে তাকানো যাবে। অন্যকোনো অঙ্গ দেখা যাবে না। এ প্রসঙ্গে কুরআন কারিমে এসেছে, বৃদ্ধ…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's