দৃষ্টি সংযত রাখার ২২টি উপকারিতা

আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দৃষ্টি সংযত রাখার মধ্যে অনেক উপকারিতা রয়েছে। তম্মদ্যে দৃষ্টি সংযত রাখার ২২টি উপকারিতা
দৃষ্টি সংযত রাখার ২২টি উপকারিতা
আল্লাহ তাআলার মহা অনুগ্রহ সমূহ হতে অন্যতম দৃষ্টি শক্তি। দৃষ্টি শক্তি আল্লাহর প্রদত্ত কত বড় নিয়ামত তা অন্ধের দিকে লক্ষ্য করলেই অনুধাবন করা যায়। এই দৃষ্টি শক্তি যেমন আল্লাহর বিশেষ কৃপা তেমনি তার জন্য রয়েছে অনেক বিধি নিষেধ। এই নিয়ম কানুন মেনে চললে রয়েছে অনেক ফজিলত ও উপকারিতা। আজ সমাধান মিডিয়া এই উপকারিতা সম্পর্কে আলোচনা করবে ইনশাল্লাহ।  দৃষ্টিসংযম কী? ‘দৃষ্টিসংযম হলো: ইসলামি শরিয়ত অনুযায়ী যা দেখা হারাম, তা থেকে দৃষ্টি সংযত রাখা, যা দেখা হালাল, কেবল সেদিকেই দৃষ্টিপাত করা। হারাম সবকিছু উপেক্ষা করে যাওয়ার ব্যাপারেও এই হুকুম প্রযোজ্য। কিন্তু এরপরও যদি আকস্মিক এবং অনাকাঙ্ক্ষিতভাবে হারাম কিছু চোখে পড়েই যায়, তবে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিতে হবে।' আমরা জানি, জিনা-ব্যভিচারের মতো জঘন্য ও অশ্লীল কাজের সূত্রপাত ঘটে অসংযত দৃষ্টিপাত থেকে৷ কিন্তু এই ছোট্ট, অথচ ভয়ংকর রোগে আজ পুরো জাতি আক্রান্ত। অধিকাংশ মুসলিম আজ অশ্লীলতা ও বেহায়াপনায় লিপ্ত। অথচ, এই নোংরামো ও নির্লজ্জতার কারণে চারদিকে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, ঝগড়াবিবাদ লেগে থাকছে, অবৈধ সন্তান জন্ম নিচ্ছে, বংশ-পরম্পরা নষ্ট হচ্ছে; কিন্তু সে খবর…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment