দৃষ্টি সংযত রাখার কার্যকরী ১৫ টি উপায়
আমাদের অনেকের মনেই এই প্রশ্ন জাগে আমরা তো আমাদের দৃষ্টি সংযুক্ত রাখতে চাই, কিন্তু কিভাবে সংযত রাখবো বা সংযত রাখার উপায় কি। আজ সমাধান মিডিয়া দৃষ্টি সংযত রাখার ১৫ টি উপায় আলোচনা করবে, আমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ উপায় গুলো পড়ে সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে নিজের দৃষ্টিকে অবনত রেখে চিরসুখের জান্নাত লাভ অর্জন করার জন্য সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। ১, আল্লাহর সাহায্য কামনা, আল্লাহ ছাড়া বান্দার কোনো শক্তি বা সামর্থ্য নেই। তাই বান্দার উচিত আত্মনির্ভরতা পরিহার করে আল্লাহমুখী হওয়া, আল্লাহর কাছে শক্তি ও সামর্থ্য কামনার পাশাপাশি এই কামনা করা যেন তিনি দৃষ্টি সংযত রাখতে সাহায্য করেন। আর আল্লাহ সহজ করে দিলে কোনোকিছু আর কষ্টসাধ্য হয় না। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু চাইলে, আল্লাহর কাছেই চাও; কারো কাছে সাহায্য কামনা করলে, আল্লাহর কাছেই কামনা করো। তিরমিযি শরিফ হাদীসে নং ২৫১৬ হজরত ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করুন, যখন তিনি বলেছিলেন, কুরআনের ভাষায়, যদি আপনি তাদের চক্রান্ত আমার ওপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃ…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's