মসজিদে আকসার তাৎপর্য ও ফজীলত
পবিত্র কুরআন ও সহীহ হাদীসে মসজিদুল আকসার তাৎপর্য ও ফজিলত বর্ণিত হয়েছে। সেই ফজিলত এবং তাৎপর্যগুলো আমাদের জানা দরকার। আজকের এ আর্টিকেলটি তাদের জন্য যারা মসজিদুল আকসার ফজিলত ও তাৎপর্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। মসজিদে আকসার নাম সমূহ: মসজিদে আকসার মোট ৭টি নাম রয়েছে। ১টি হচ্ছে, মসজিদে আকসা। 'আকসা' শব্দের অর্থ হচ্ছে 'দূরবর্তী'। মসজিদে আকসার শাব্দিক অর্থ হচ্ছে, দূরবর্তী মসজিদ। মক্কার মসজিদে হারাম থেকে মে'রাজের সূচনা হয়। সেই উপলক্ষে, কুরআনের সূরা ইসরায় 'মসজিদে আকসা" শব্দটি প্রথম ব্যবহৃত হয়। সম্ভবতঃ মক্কা থেকে এটি দূরে বলে আল্লাহ ঐ মসজিদকে 'দূরবর্তী মসজিদ' বা মসজিদে আকসা বলে অভিহিত করেন। আগে এর নাম ছিল, বাইতুল মাকদিস। কিন্তু রাসূলুল্লাহর (সাঃ) ইসলামী যুগ থেকে ঐ মসজিদের নামকরণ করা হয় 'মসজিদে আকসা'। এর অন্য নামগুলো হচ্ছে, ৩ আল- কুদস ৪. মসজিদে ইলিয়া ৫. সালাম ৬. উরুশলেম ও ৭. ইয়াবুস। উলামায়ে কেরাম ও ঐতিহাসিকদের মতে, মে'রাজের সময় মসজিদে আকসার কোন ঘর ছিল না। বরং পরবর্তীতে সেখানে মসজিদে আকসা ও মসজিদে সাখ…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's