গর্ভাবস্থায় করনীয় গুরুত্বপূর্ণ ১০টি আমল
আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা অনুযায়ী যখন কোন মা গর্ভধারণ করে তখন থেকে এই ভুল মায়ের যাবতীয় চাল-চরণ ও গতিবিধির বিস্তার প্রভাব সন্তানের উপর পড়ে। সাথে সাথে ভ্রুণ অবস্থা থেকেই মায়ের শুরু হয় অবর্ণনীয় কষ্ট। কুরআনের ভাষায় حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে (সূরা লোকমান-১৪) এবং একজন মায়ের এই মর্মান্তিক কষ্টের ফসল হল একটি সন্তান। এই সন্তানটি যদি মায়ের সঠিক চালচলন না থাকার কারণে নেককার সৎ চরিত্রবান আদর্শবান না হয় তাহলে এভাবেই একদিন এই কষ্টের সন্তানকে লক্ষ্য করে বলে তোকে গর্ভে ধারণ করে ভুল করেছি। আল্লাহর আশ্রয় কামনা করি এই ধরনের কোন কথা যেন কোন মাকে বলতে না হয়। এই উদ্দেশ্যে আল্লাহর বিশিষ্ট ব্যক্তিদের অগণিত উপদেশের মধ্য থেকে দশটি উপদেশ উল্লেখ করছি আশা করি উপকৃত হবেন। ১, গোনাহ থেকে বিরত থাকুন:- প্রিয় গর্ভবতী মা গর্ভ থাকা অবস্থায় অতিরিক্ত ইবাতে ইবাদত করার থেকে গুনাহ থেকে বিরত থাকাটাই আপনার বুদ্ধিমত্তার পরিচয় বহন করবে। এটা করতে হবে আপনার গর্ভে ভেড়ে ওঠা নিজ সন্তানের জন্যই। যেমন নাটক সিরিয়াল যেকোনো ধরনের মুভি বর্জন করবেন, নিজের কন্ঠস…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's