ডেঙ্গু জ্বরের লক্ষন বা উপসর্গ এবং প্রতিকার
এখন বর্ষাকাল চলমান, বিভিন্ন দিকে ডেঙ্গু জ্বরের আক্রমণ ভয়াবহ অবস্থা ধারণ করেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝরে পড়ছে হাজারো মানুষের প্রাণ। এই মরণবেদী ডেঙ্গু জ্বর কেন হয়! কিভাবে হয়? তার উপসর্গ গুলো কি? এবং তার চিকিৎসা কি? একজন সচেতন নাগরিকের এই সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা দরকার।আজকের এই আর্টিকেলটিতে এ বিষয়গুলো সবিস্তারে আলোকপাত করার চেষ্টা করব। ডেঙ্গু জ্বর হলো মশাবাহিত ভাইরাল সংক্রমণ, এর বাহক এডিস মশা। বর্ষাকালে এই মশার উৎপাত বিপুল আকারে বৃদ্ধি পায়। এডিস মশা পরিষ্কার পানিতে ডিম পাড়ে এবং সেখান থেকে ঘটে এই মশার বংশবিস্তার। ফলে ডেঙ্গু জ্বরের আশঙ্কা বৃদ্ধি পায়। এডিস মশা কখন কামড়ায় এডিস মশা সাধারণত দিনের বেলাতেই কামড়ায়, রাতের বেলাও কামড়াতে পারে। এ মশা কখন সক্রিয় থেকে কামরায় তা নিয়ে প্রাণিবিজ্ঞানী ও কৃত তথ্য বৃদ্ধির মধ্যে সামান্য মতপার্থক্য রয়েছে। তবে সব থেকে বেশি প্রচলিত তথ্য হচ্ছে, দিনের বেলায় এডিস মশা কামড়ায়, ভোর বা সূর্য ওঠার তিন থেকে চার ঘন্টা পর, বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এ মশা সক্রিয় থাকে। প্রাণিবিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী, শুধু দিনের বেলায় নয় এডিস …
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's