ফসল ও ফলের বর্গাচাষের বিধি বিধান

ফসল ও ফলের বর্গাচাষের বিধি বিধান
বর্গা অর্থ ভাগ,ফসল এবং ফলের বর্গাচাষের বা ভাগেচাষের প্রক্রিয়া বহুকাল আগে থেকেই প্রচলিত একটি ব্যবস্থা। কিছু মানুষ অন্যের জমি বা বাগান বর্গা নিয়ে চাষাবাদ করে নিজের জীবন পরিচালনা করে থাকে। জমি বর্গা নিয়ে চাষাবাদ করার কিছু মাসয়ালা নিয়ে আলোচনা করবো।যদি আপনি জমি বর্গা নিয়ে চাষাবাদ এর বিধি-বিধান জানতে চান তাহলে এ আর্টিকেলটি আপনার জন্য। বর্গাচাষের পরিচয় কোন ব্যক্তি কাউকে একটি খালি জমি দিয়ে বলল “এ জমিটি তুমি চাষাবাদ কর, এর উৎপাদিত ফসল যা হবে আমরা তা ওমুক হার অনুযায়ী (একটি নির্দিষ্ট হার অনুযায়ী) বন্টন করে নেব।" ফিকাহ শাস্ত্রের পরিভাষায় এরূপ চুক্তিকে মুযারাআত বা বর্গাচাষ বলে, এরূপ চুক্তি করা জায়েয।  এক ব্যক্তি একটি ফসলের বাগান করেছে তারপরে সে অন্য একজনকে বলল, তুমি এ বাগানে পানি দাও এবং পরিচর্যা কর এর যা ফসল উৎপন্ন হবে তা আমরা এ বৎসর অথবা দশ বৎসর অথবা বারো বৎসর পর্যন্ত অর্ধেক অথবা এবং এক তৃতীয়াংশ হিসাবে যা হয় তা ভাগ করে নেবো । এরূপ চুক্তিকে ফিকাহ শাস্ত্রের পরিভাষায় মুসাকাত বা বাগানের ফলের বর্গা বলে। এরূপ চুক্তি করা জায়েয।   মুযারাআত বা বর্গাচাষ জায়েয হওয়ার জন্য কতিপয় শর্ত  জমি…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment