জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব ও ফজিলত

জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব ও ফজিলত
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। জামাতে নামাজ আদায় করার গুরুত্ব ও ফজিলত বহু হাদিস বর্ণিত হয়েছে। এবং যারা নামাজে অলসতা করে তাদের কঠিন পরিণতি ও বর্ণিত হয়েছে। তাহলে চলুন আমরা উপরের উল্লেখিত বিষয় সম্পর্কে কিছু হাদিস জেনে নেই। প্রথমেই জামাতের পরিচয় সম্পর্কে আলোচনা করা যাক। জামাত কাকে বলে? জামাত শব্দের অর্থ হলো দল, সম্মেলন, গোত্র, গোষ্ট। পরিভাষায় জামাত বলা হয় দুই বা ততোধিক মানুষ একত্র হয়ে তাদের মধ্যে একজন ইমাম এবং অবশিষ্ট গন মুক্তাদির হয়ে নামাজ আদায় করাকে। ইমাম ব্যতিত এক ব্যক্তি নামাযে অংশগ্রহণ করলে জামাত প্রতিষ্ঠিত হয়ে যাবে। চাই ব্যক্তিটি পুরুষ হোক বা মহিলা গোলাম হোক বা আজাদ, বালেগ হোক বা নাবালেগ বাচ্চা। তবে জুমুআ ও উভয় ঈদের নামাযের জামাত তিন ব্যক্তি ব্যতীত ছহীহ হয় না । (দুররে মুখতার - ১/৫৫৮) জামাত ছহীহ হওয়ার জন্য ফরজ নামায হওয়া জরুরী নয় । বরং যদি নফল নামাযও দু'ব্যক্তি এমনভাবে একে অন্যের অনুসারী হয়ে আদায় করে তবে জামাত বিবেচিত হবে। চাই ইমাম ও মুক্তাদী উভয়ে নফল আদায়কারী হোক অথবা শুধু মুক্তাদী নফল আদায় করুক। তবে জামাতে নফল নামায পড়ায় অভ্যস্ত হওয়া ব…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment