তালাকের পরিচয় ও প্রকারভেদ

তালাকের পরিচয় ও প্রকারভেদ
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন।আজ সমাধান মিডিয়া তালাকের পরিচয় ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবে ইনশাল্লাহ। কেননা বর্তমান সময়ে মানুষ যে সকল সমস্যার সবচেয়ে বেশি সম্মুখীন হয় তাহলো তালাক। এখন এমন এক কাল চলমান যার মধ্যে সেকেন্ডে সেকেন্ডে কারণে অকারণে তালাক , ডিভোর্স সংঘঠিত হচ্ছে। অনেক আবার তালাকের বিধিবিধান না যেনে তালাক দিচ্ছে এবং এই ব‌উ কে নিয়ে সংসার‌ও চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় প্রত্যেক স্বামী ও স্ত্রীর তালাকের পরিচয় ও প্রকারভেদ ও বিধি বিধান সম্পর্কে বেসিক ধারনা থাকা দরকার। তাই চলুন আমরা তালাকের পরিচয় ও প্রকারভেদ সম্পর্কে জেনে নেই। তালাক কাকে বলে? তালাকের শাব্দিক অর্থ হলো:- ত্যাগ, পরিত্যাগ, বর্জন,বিবাহবিচ্ছেদ,তালাক। তালাককে ইংরেজিতে divorce বলা হয়। শরিয়তের পরিভাষায় তালাক বলা হয়:- বিশেষ কিছু শব্দের মাধ্যমে বর্তমানে বা ভবিষ্যতে বিবাহ বন্ধনকে ছিন্ন করে দেওয়া। সহজ ভাষায় তালাক বা ডিভোর্স হলো বিশেষ কিছু শব্দে প্রয়োগের মাধ্যমে বিবাহ সম্পর্ক কে ভেঙ্গে ফেলা। যার ফলে নিজ স্ত্রী আর স্ত্রী থাকে না বরং আপরিচিতা হয়ে যায়। এবং তার সাথে পর্দা করা ফরজ হয়ে যায়। তালাকের …

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment