প্রকৃত মুমিনের পরিচয় ও গুণাবলী

প্রকৃত মুমিনের পরিচয় ও গুণাবলী
ঈমান অর্থ বিশ্বাস আর মুমিন অর্থ বিশ্বাসী। ইসলাম অর্থ আনুগত্য প্রকাশার্থে মাথা নত করা আর মুসলিম অর্থ আনুগত্য প্রকাশার্থে মাথা অবনত কারী। মুমিন হলো সে, যে তাওহীদ, রিসালাত, আখেরাত বিশ্বাস করে এবং ইসলামের সকল বিধ বিধান মেনে সে অনুযায়ী আমল করে। ঈমান ও ইসলাম কোন বংশিয় পরিচয় নয় বরং তা বিশ্বাস ও কাজের মাধ্যমে অর্জন করতে হয়। কুরআন ও হাদীসে মুমিনের পরিচয় ও গুণাবলী সবিস্তারে বর্ণনিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন তাঁরাই প্রকৃত মুমিন যারা আল্লাহ ও তাঁর রসূলকে অন্তর দিয়ে স্বীকার করেছে, তারপর কোন সন্দেহে পড়েনি, তাদের জান-মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারাই সত্যবাদী। সূরা হুজরাত- ১৫ একজন মুমিনের পরিচয় পাওয়া যায় তার মাধুর্যপূর্ণ ব্যবহারে যে কথা কিংবা হাত দ্বারা অপর মুসলমানের মানহানি করা, মনে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখে রসূল সাঃ বলেন প্রকৃত মুসলমান সে যার হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এবং প্রকৃত হিজরত কারি সে, যে আল্লাহ তায়ালার নিষেধ সমূহ থেকে বিরত থাকতে পারে। বুখারী হাদীস নং ১০ একজন মুমিনের কর্তব্য হল সে নিজের জন্য যে জিনিসকে পছন্দ করবে তা অপর ভাইয়ের জন্য‌ও তা পছন্দ করবে …

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment