কুরআনে বর্ণিত রহস্যময় গাড় হলুদ রঙের গাভীর ঘটনা

কুরআনে বর্ণিত রহস্যময় গাড় হলুদ রঙের গাভীর ঘটনা
কুরআনে বর্ণিত বহু আলোচিত ঘটনা সমূহের মাঝে একটি হলো, আল্লার বিশেষ নবী হযরত মুসা আঃ এর যমানায় বনি ইসরাইলদের সাথে ঘটে যাওয়া গাভী যবাই কারার ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে কুরআনে পাকের একটি সূরার নাম করণ করা হয়েছে সূরাতুল বাকারা। এবং বনি ইসরাইলের অপকর্মের একটি পরিচয় বহন করে এই ঘটনা।এই ঘটনায় রয়েছে অনেক রহস্য এবং শিক্ষা যা সকলের‌ই জানা থাকা দরকার। চলুন বহু রহস্য ও শিক্ষা সম্বলিত গাভীর ঘটনা আলোচনা জেনে নেই। গাভী যবাই কারার ঘটনার সূচনা বনি ইসরাইলের এক ব্যক্তির নাম ছিল আমিল সে প্রচুর সম্পদের অধিকারী ছিল পাশাপাশি তার কোন সন্তান ছিল না। তাকে তার ভাতিজা সম্পদের লোভে হত্যা করে দিয়েছিল। ভাতিজা যখন দেখল এই বৃদ্ধ লোকটি তো মরতেছে না এবং লম্বা হায়াত পেয়ে যাচ্ছে। এমনকি তার মৃত্যুবরণ করার কোন আলামত‌ও প্রকাশ পাচ্ছে না। এদিকে ভাতিজা উত্তরাধিকার পাওয়ার লোভে অন্ধকার রাতে তাকে হত্যা করে অন্য কারো দরজার সামনে ফেলে দিয়ে আসে এবং নিজেই তার রক্তপন দাবি করে এবং তার হত্যার মিথ্যা অভিযোগ একে অপরের উপর দিতে থাকে। ফলাফল এমন হলো যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপক্রম। যখন পরিস্থিতি প্রকট আকার ধারণ করল। তখন এই ব্যাপ…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment