ইফতারির গুরুত্ব ফজিলত ও বরকত

ইফতারির গুরুত্ব ফজিলত ও বরকত
ইফতারির গুরুত্ব ফজিলত ও বরকত  ইফতারির করা এবং করানো দুনোটাই অনেক সাওয়াবের কাজ ।তার মধ্যে নিহিত রয়েছে অনেক অনেক বরকত। চলুন ইফতারি সম্পর্কে কিছু আলোচনা জেনে নেয়া যাক। ইফতার অর্থ কী? ইফতার আরবি শব্দ, তার শাব্দিক অর্থ হলো ভঙ্গ করা। পরিভাষায় ইফতার বলা হয়, মুসলমানগণ সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত রোযা রেখে সূর্যাস্তের পর খাবার গ্রহণ করার মাধ্যমে রোজা ভঙ্গ করে। রোজা ভঙ্গ করাকে ইফতার এবং যে খাবারের মাধ্যমে রোজা ভঙ্গ করে তাকে ইফতারি বলা হয়। ইফতারের সময় কখন? ইফতারের সময় হলো যখন সূর্যাস্ত হয় তখন ইফতারের সময় শুরু হয়। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত্র ঐদিক দিয়ে আগমন করে এবং দিন ঐদিক দিয়ে চলে যায় এবং সূর্য ডুবে বা সূন যায়। তখন রোজাদাররা ইফতার করবে। বুখারী শরীফ, হাদিস নং ১৯৫৪ ইফতারির দোয়া কি?  হাদিস শরীফের মধ্যে ইফতারির কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে তার থেকে দুটি দোয়া উল্লেখ করা হলো। এক , আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতার্তু। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, তখন বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা …

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment