তালাক ও তালাকের সঠিক সময়।The right time for divorce.

তালাক ও তালাকের সঠিক সময়।The right time for divorce.
তালাক ও তালাকের সঠিক সময়।The right time for divorce. তালাকের কথা শোনলে কেমন যেন হৃদয়ের পানি শুকিয়ে আসে,বুকের ভিতর ধরপর করে উঠে, সামনে পথ চলা অন্ধকারাচ্ছন্ন অনুভব হয়, জীবন তিক্ত হয়ে উঠে। তাসত্বেও তালাক সর্বজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামীনের প্রদত্ত বিশেষ এক নিয়ামত।তবে যে তালাক সামান্য মনমালিন্য, ঝগড়া বিবাদ,কথা কাটাকাটি, রাগ করে,ক্ষিপ্ত হয়ে, কারো প্ররোচনায়, যৌতুক না পেয়ে, শশুর বাড়ির কারো সাথে ঝগড়া করে,প্রদান করা হয় তা আল্লাহর রহমত বা নিয়ামত নয় বরং তা আল্লাহর গজব এবং দুঃখ ও আফসোস, পরিতাপের বিষয়। তালাক দেওয়ার সঠিক সময় আল্লাহ তায়ালা কালামে পাকে তালাক দেওয়ার ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেছেন। তার সংক্ষেপ হলো, অনেক গুলো ধাপ অতিক্রম করার পর সর্বশেষে হলো তালাকের ধাপ বা উপযুক্ত সময়। যখন কোন স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যায়। তখন স্বামী স্ত্রীকে বুঝিয়ে নসিহত করে বাধ্য করার চেষ্টা করবে।যদি তাতে কাজ না হয় তাহলে স্ত্রীর বিছানা আলাদা করে দিবে। যেন সে নিজের ভুল বুঝে নিজেকে সংশোধন করে নেয়।যদি তাতেও সে সংশোধন না হয় তাহলে তাকে চেহারা ব্যাতিত মৃদু প্রহার করবে।যদি তাতেও কাজ না হয় এবং ঝগড়া …

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

2 comments

  1. Oscar Shales
    শিক্ষনীয় পোষ্ট। নতুন নতুন সংবাদ পেতে আমাদের সাইট ঘুরে আসতে পারেন https://jagrotobangladesh.com/
    1. muftimonirhussain
      Nice