বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশর ৪৮তম পরিক্ষার ফলাফল।
আপনি যদি বেফাক পরিক্ষার ফলাফল জানতে চান তাহলে আপনি সঠিক সাইটে প্রবেশ করেছেন। আজ আপনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশর ৪৮তম পরিক্ষা ২০২৫ এর যে সকল জামাতের রেজাল্ট জানতে পারবেন তা হল: তাকমিল, ফজিলত,সাবিয়া উলইয়া,মুতাওয়াসসিতাহ, এবতেদায়িয়া,হিফজ,করবে রাত,ব্যক্তিগত, মাদরাসার ওয়ারী, মেধা তালিকা।
আলহামদুলিল্লাহ ২০২৫ সালে ৪৮তম বেফাক পরিক্ষার্থীর মোট সংক্ষা ২,৮২,৯২৬ জন। যা গেল বছরের পরিক্ষার্থীর মোট সংক্ষা থেকে ৪৯,৭১০ জন বেশি। দাওরায়ে হাদিস মাস্টার সমমান পরীক্ষা যা আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত হতো,তা এবার বেফাকের অধীনে অনুষ্ঠিত হবে, যার মোট ছাত্র সংক্ষা ২৩,৫৬০ জন আলহামদুলিল্লাহ।
নকল মুক্ত 48 তম বেফাক পরিক্ষা
কওমি মাদরাসার ঐতিহ্য,নকল মুক্ত পরিক্ষা।তাই এই ঐতিহ্য ধরে রাখতে যে কোন ব্যবস্থা গ্রহণ করতে কোন দ্বিধা বোধ করবে না। উক্ত কারণেই তো পরিক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে প্রশ্ন মেইল করার নিয়ম গ্রহন করা হয়েছে।যদি এই নিয়মটি কিছু জটিল কিন্তু সম্ভব।
৪৮তম বেফাক পরিক্ষার রেজাল্ট কখন দিবে।
সাধারণত বেফাক পরিক্ষার ফলাফল বেফাক পরিক্ষার ফলাফল কত তারিখে প্রকাশিত হবে এটা বেফাক কর্তৃপক্ষের অধীনে।তারাই সঠিক তারিখ ঘোষণা করবে।তবে সাধারণ ভাবে বলতে গেলে, বেফাক পরিক্ষার ফলাফল ২৩/২৪ রমজান দিয়ে থাকে,এবারো আশা করা যায় এর ব্যতিক্রম ঘটবে না। সুতরাং আরো আপডেট পেতে সমাধান মিডিয়ার সাথেই থাকুন।
কিভাবে Wifaq ফলাফল ২০২৫ চেক করবেন?
অনলাইনে বেফাকের রেজাল্ট দেখার নিয়ম2023।
- প্রথমে আপনি এই লিংকে ক্লিক করবেন।
- অতঃপর ব্যক্তিগত ফলাফল/ মাদ্রাসা বাড়ি ফলাফল/ মেধা তালিকা/ থেকে কোন একটি সিলেক্ট করবেন।
- অতঃপর ব্যক্তিগত ফলাফল /মাদরাসাওয়ারী ফলাফল/মেধা তালিকা, থেকে কোন একটি সিলেক্ট করবেন।
অতঃপর ব্যক্তিগত ফলাফল ২০২৫
- সন নির্বাচন করুন নির্বাচন করবেন।
- মারহালা নির্বাচন করবেন।
- রোল নং ইংরেজিতে লিখবেন।
- সাবমিট করবেন। ফলাফল চলে আসবে।
মাদরাসাওয়ারী ফলাফল ২০২৫
- সন নির্বাচন করবেন
- মারহালা নির্বাচন করবেন
- ইলহাক নং ইংরেজিতে লিখুন এবং ম এর পরিবর্তে g লিখবেন।
- অতঃপর সাবমিট।ফলাফল চলে আসবে।
মেধাতালিকা ২০২৫
- মারহালাওয়ারী মেধা তালিকা সিলেক্ট করবেন।
- সন নির্বাচন করবেন
- মারহালা নির্বাচন করবেন
- ধরন তথা ছাত্র/ছাত্রী নির্বাচন করবেন
- সাবমিট করবেন। ফলাফল চলে আসবে।
SMS এর মাধ্যমে বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
যারা এসএমএস এর মাধ্যমে বেফাকের রেজাল্ট জানতে চায় তারা কিভাবে এসএমএস করবেন সেই নিয়মটির নিচে উল্লেখ করা হচ্ছে।
- প্রথমে আপনি মোবাইলে মেসেজ অপশনে চলে যাবেন।
- তারপর নিচের নিয়ম গুলো ফলো করবেন।
BEFAQ <SPACE>First English Letter of Your Class<SPACE>Roll Number<SPACE> Send to 9933
উদাহরণ
BEFAQ T 336718 AND Send 9933
Qwami madrasa ক্লাসের সংক্ষিপ্ত রূপ
T,তাকমি
F, ফজিলত
S, সানাবিয়া উলইয়া
M, মুতাওয়াসিতাহ
E, এবতদাইয়াহ
H, হিফজুল কুরআন
Q, কিরাত
48 তম বেফাক পরীক্ষার ফলাফল
উপর উল্লেখিত নিয়ম গুলো ফলো করে আপনি যে সকল ফলাফল জানতে পারবেন তাহলো:
বেফাক পরীক্ষার ফলাফল ২০২৫ তাকমিল।বেফাক পরীক্ষার রেজাল্ট 2025 ফজিলত।বেফাক পরীক্ষার ফলাফল ২০২৫ সানাবিয়া উলাইয়া।বেফাক পরীক্ষার ফলাফল 2025 মুতাওয়াসসিতা।বেফাক পরীক্ষার ফলাফল ২০২৫ এবতেদায়িয়া।বেফাক পরীক্ষার ফলাফল ২০২৫ হিফজ।বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ ক্বেরাত।বেফাক পরীক্ষার ফলাফল ২০২৫ ব্যক্তিগত।বেফাক পরীক্ষার ফলাফল 2025 মাদরাসার ওয়ারি।বেফাক পরীক্ষার ফলাফল ২০২৫ মেধা তালিকা।
48তম বেফাক পরীক্ষার ফলাফল 2025 মহিলা
আপনি উপরে উল্লেখিত নিয়ম গুলো মেনে চলে মহিলা মাদ্রাসার ছাত্রীদের পরীক্ষার ফলাফল তথ্য জানতে পারবেন এর জন্য আলাদা কোন কাজ করতে হবে না সুতরাং উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী আপনার রেজাল্ট বের করে নেওয়ার অনুরোধ রইল।
৪৫ তম বেফাক পরীক্ষার রেজাল্ট pdf ডাউনলোড করুন।
যদি আপনি বেফাক পরীক্ষার ফলাফল ডাউনলোড করতে চান তাহলে আপনার বেফাকের অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে এবং সেখানে আপনি ব্যাপার থেকে প্রকাশিত সকল তথ্য ও সংবাদ পেয়ে যাবেন এবং কিভাবে তা ডাউনলোড করবেন তাও সেখানে দেখতে পাবেন বেফাকের অফিসিয়াল পেজ নিচে দেওয়া হল www.wifaqbd.org
এই সাইটটিতে প্রবেশ করে আপনি বেফাকের সকল কর্মসূচি জানতে পারবেন এবং সকল ধরনের ফরম এবং ফলাফল এর পিডিএফ ডাউনলোড করতে পারবেন।
উপসংহার
উপরের আর্টিকেলটিতে সমাধান মিডিয়া আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করেছে, যেন আপনারা রেজাল্টটি সুন্দরভাবে দেখতে পারেন এবং পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। যে সকল শিক্ষার্থীরা সফলভাবে রেজাল্ট দেখতে পেরেছেন তাদের জন্য রইল অভিনন্দন। আর যে সকল শিক্ষার্থীরা এখনো রেজাল্ট দেখতে পারেননি তাদের জন্য রইল সমবেদনা। এবং যে কেউ রেজাল্ট দেখতে আগ্রহী কিন্তু এখনো দেখতে পারছে না। তাদেরকে বলব আপনারা কমেন্ট করে আপনার রোল নাম্বার এবং মারহাবা জানান অতি দ্রুত আপনাদেরকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।