কোরআন ও হাদিসের আলোকে গীবত ও তার ভয়াবহ পরিণতি এবং পরিত্রাণের উপায়।

কোরআন ও হাদিসের আলোকে গীবত ও তার ভয়াবহ পরিণতি এবং পরিত্রাণের উপায়।
কোরআন ও হাদিসের আলোকে গীবত ও তার ভয়াবহ পরিণতি এবং পরিত্রাণের উপায়। গিবত কাকে বলে? গীবত এটি আরবি শব্দ যার অর্থ হলো: কুৎসা রটনা করা, পরনিন্দা করা, পরোক্ষে নিন্দা করা,পিছনে সমালোচনা করা,পরচর্চা করা, কারো দোষ চর্চা করা। শরীয়তের পরিভাষায় গীবত বলা হয় : কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কোন কথা আলোচনা করা যা শুনলে সে কষ্ট পাবে। আল্লামা ইবনুল আসির রহমতুল্লাহি আলাইহি বলেন , গীবত হল: কোন মানুষের এমন কোন বিষয় যা তার অনুপস্থিতিতে উল্লেখ করা, যাকে সে অপছন্দ করে, যদিও এ বিষয়টি তার মধ্যে বিদ্যমান থেকে থাকে। হাদিস শরীফে রাসুল সাঃ গীবতের সংজ্ঞা এভাবে দিয়েছেন , একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কে সম্বোধন করে বললেন, তোমরা কি জানো ও গীবত কি? উত্তরে তারা বলল আল্লাহ এবং তাঁর রসূলই ভালো জানেন। রসুল সাঃ বলেন তোমার অপর ভাইয়ের এমন বিষয় তার অগোচরে আলোচনা করা যা সে অপছন্দ করে। তখন আল্লাহর রাসূলকে বলা হলো যে বিষয়ে তার অগোচরে বলা হয়েছে যদি তা তার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে ও কি গীবত হবে? রসুল সাঃ বললেন যা বল সে বিষয়ে যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলেই তুমি গীবত করলে। আর যদি সে…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment