কুরআন হাদিসের আলোকে জুমার দিনের ফজিলত ও আমল
আল্লাহ রাব্বুল আলামীন এই জুমার দিনে অনেক নেয়ামত দান করেছেন, তাই এই দিনের ফজিলত অন্য সকল দিন থেকে অনেক বেশি। চলুন আমরা এক এক করি জুমার দিনের ফজিলত এবং আমলগুলো জেনে নেই। প্রিয় পাঠক বন্ধু, বর্তমান সময়ের জুমার দিন এবং জুমার নামাজের ব্যাপারে মানুষের এত উদাসীনতা এবং অলসতা যা সকলের জানা।তাই জুমার দিনের ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা করা।যেন সত্য অনুসন্ধান কারীগন আলোর দিশা পায়। সকল দিনের মধ্যে জুমার দিনই শ্রেষ্ঠ হযরত আসওয়াদ ইবনে আওস রাঃ থেকে বর্ণিত, নবী করীম বলেছেন তোমাদের দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে হযরত আদম আঃ কে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে তার রুহ কবজ করা হয়েছে এবং এই দিনে শিংগায় ফুৎকার দেয়া হবে এবং এই দিনের মানুষ জ্ঞানহীন হয়ে পড়বে তথা কিয়ামত হবে সুতরাং এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ তোমাদের দরুদ আমার নিকট এই দিনেই পেশ করা হয়। সাহাবীরা বললেন ইয়া রাসুল সাঃ আপনি মাটির সাথে মিশে যাওয়ার পর কিভাবে আপনার নিকট আমাদের দরুদ পেশ করা হবে। নবী করিম সাঃ বললেন তোমরা কি ভাবছো আমি মাটির সাথে মিশে যাবো। নিশ্চয়ই আল্লাহতালা নবীদের শরীর খাওয়াকে মাটির জ…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's