খুব সহজে অনলাইন থেকে ইনকাম করার কিছু উপায়।
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই somadanmedia.com এ আপনাকে স্বাগতম, বর্তমান যুগটাই হলো এখন অনলাইনের যুগ। তথ্যপ্রযুক্তি পাল্টে দিয়েছে গোটা বিশ্ব কে। অনলাইন উন্মোচন করছে কাজের নতুন নতুন দিগন্ত ও সুযোগ। অনলাইনে কাজ করে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়েছে। ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে নানাভাবে আয় করছেন অনেকেই। এজন্য রয়েছে বেশ কিছু প্ল্যাটফর্ম। তবে আয়ের নিশ্চয়তার জন্য সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া অনেক জরুরি, কেননা অন্য সব জায়গার মতোই অনলাইনেও রয়েছে প্রতারণার নানা ফাঁদ। একটা কথা মনে রাখতে হবে, অনলাইনে কাজ করে রাতারাতি কোটিপতি হাওয়ার সুযোগ নেই। এধরনের হাতছানিতে গা ভাসলে বিপদে পড়তে হবে। সঠিক প্ল্যাটফর্মে বুঝে শুনে নিয়ম মেনে কাজ করেই অনলাইনে আয় নিশ্চিত করা যায়। এজন্য জানতে হবে অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স সম্পর্কে। ফ্রিল্যান্সিং : অনলাইনে আয়ের সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম হলো ফ্রিল্যান্সিং। আগামী দিনগুলোতে আয়ের উৎস ও কর্মসংস্থানের বড় খাত হবে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। বিভিন্ন ফ্রিল্যান্সারদের দক্ষতার ওপর ভিত্তি করে ফ্রিল্যান্স কাজের সুযোগ দেয় কয়েকটি ওয়েবসাইট। সেখানে অ্যাকাউন্ট খুলে দক্ষতা অ…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's