সূরা নাসে বর্ণিত তিন গুণ বিশিষ্ট প্রতিপালকের আশ্রয় প্রার্থনার লাভ

সূরা নাসে বর্ণিত তিন গুণ বিশিষ্ট প্রতিপালকের আশ্রয় প্রার্থনার লাভ
সূরা নাস কুরআনে পাকের সর্বশেষে সূরা,যাতে ৬টি আয়াত রয়েছে। মদিনায় অবতীর্ণ এই সূরায় রয়েছে একটি রুকু। এই সূরায় আল্লাহর তিন টি গুণ উল্লেখ করে তার কাছে আশ্রয় প্রার্থনার ফজিলত ও লাভ বর্ননা করা হয়েছে।  সূরা নাসের বাংলা তরজমা ১. বল, আমি শরণ লইতেছি মানুষের প্রতিপালকের। ২. মানুষের অধিপতির। ৩. মানুষের ইলাহের নিকট। ৪. আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে। ৫. যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,  ৬. জিনের মধ্য হইতে অথবা মানুষের মধ্য হইতে। আল্লাহর আশ্রয় প্রার্থনার লাভ এই সূরায় আল্লাহ্ তা'আলার তিনটি গুণের কথা উল্লেখ করা হইয়াছে। রব, মালিক ও ইলাহ। অর্থাৎ আল্লাহ্ তা'আলা সমগ্র সৃষ্টিকুলের রব, সকলের মালিক ও মাবুদ। বস্তুমাত্রই তাঁহার সৃষ্টি, তাঁহার মালিকানাধীন সম্পদ ও তাঁহার দাস। এই জন্য আল্লাহ্ তা'আলা আশ্রয় প্রার্থনাকারীদেরকে এই তিনগুণে গুণান্বিত সত্ত্বার নামে আত্মগোপনকারী কু-মন্ত্রণা দাতা শয়তানের অনিষ্ট হইতে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ দিয়াছেন। বলাবাহুল্য যে, আল্লাহ তা'আলা প্রত্যেক মানুষের উপরই শয়তানকে লেলাইয়া দিয়াছেন। এই শয়তানের অনিষ্ট হইতে সেই রক্ষা পায়, আল্লাহ্ যাহাকে রক্ষা করেন। সহ…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment