লোক দেখানো আমলের করুন পরিণতি
আল্লাহ রাব্বুল আলামীনের ইবাদত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এই গুরুত্বপূর্ণ ইবাদতটি আদায় করার সময় শয়তান আমাদেরকে ধোকা দিয়ে নষ্ট করে দেয়। এভাবে যে আমাদের নিয়তকে পরিবর্তন করে দেয়। শয়তান বলে যদি নামাজ পড়ো তাহলে মানুষ দেখবে এবং তোমাকে নামাজি বলবে। এই মনোভাব নিয়ে নামাজ পড়লে কিংবা অন্য কোন ইবাদত করলে সে এবাদত কোন লাভজনক হয় না। চলুন আমরা লোক দেখানো এবাদতে পরিণতি সম্পর্কে জেনে আসি। লোক দেখানো আমলের করুন পরিণতি আবু হুরায়রা (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, 'কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির বিচার করা হবে, সে হবে একজন (ধর্মযুদ্ধে শাহাদাতবরণকারী) শহীদ। তাকে আল্লাহর নিকট উপস্থিত করা হবে। অতঃপর আল্লাহ পাক তাকে (দুনিয়াতে প্রদত্ত) নে'মতসমূহের কথা স্মরণ করিয়ে দিবেন। আর সেও তা স্মরণ করবে। এরপর আল্লাহ তা'আলা তাকে জিজ্ঞেস করবেন, দুনিয়াতে তুমি কি আমল করেছ? উত্তরে সে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য (কাফেরদের সাথে) লড়াই করেছি। এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তোমাকে যেন বীর-বাহাদুর বলা হয়, সেজন্য তুমি লড়াই করেছ। আর…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's