সূরা হুমাজাতে বর্ণিত তিনটি গুনাহ ও তার পরিণতি

সূরা হুমাজাতে বর্ণিত তিনটি গুনাহ ও তার পরিণতি
সূরা হুমাজাহ মক্কায় অবতীর্ণ নয় আয়াত বিশিষ্ট একটি সূরা যা কোরআনে পাকের সূরার ক্রম ধরায় ১০৪ এবং ৩০ পারায়, সূরা আসরের পর এবং সূরা ফিলের আগে অবস্থিত। সূরা আসরের মধ্যে এমন চারটি মূলনীতি উল্লেখ করা হয়েছে যার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া এবং বঞ্চিত হওয়া থেকে বেঁচে থাকতে পারবে। এ সূরার মধ্যে এমন তিনটি জঘন্য অভ্যাসের আলোচনা হয়েছে যা মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়। সূরা আসরের মধ্যে সময় বিনষ্ট করার উপর সতর্ক করা হয়েছিল এবং তার থেকে বাঁচার জন্য চারটি মূলনীতি বর্ণিত হয়েছিল। এই সূরায় মনুষ্যত্ব ধ্বংস করে এমন কতগুলো অভ্যাসের আলোচনা হয়েছে। যেন মানুষ এ ধরনের অপবিত্র অভ্যাসসমূহ থেকে বাঁচার চেষ্টা করতে পারে । এ সুরায় বর্ণিত মানুষের তিনটি জঘন্য গুনাহ এই সূরায়ে তিনটি জঘন্য গুনাহের বর্ননা ও তার শাস্তি এবং তার তীব্রতা বর্ণিত হয়েছে। গুনাহ তিনটি হচ্ছে। এক , পশ্চাতে কারো দোষ বর্ণনা করা। একে গিবত বলা হয়, যা এক জঘন্য গুনাহ (সুরা হুজরাতের ১২নং আয়াতে যাকে কঠিন পাপ বলা হয়েছে)। দুই , কাউকে চেহারা-আকৃতি, বংশ-প্রতিপত্তি ও ধর্মের দিক থেকে ঠাট্টা-বিদ্রুপ করা। এটা মুনাফিকদের অভ্যাস। তারা দরিদ্র মুসলমানদের নি…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment