কোরআন ও হাদিসের আলোকে স্ত্রীর অধিকার
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, সমাধান মিডিয়াতে আপনাকে স্বাগতম। এই আর্টিকেলে স্ত্রীর অধিকার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। স্বামীর উপর স্ত্রীর কিছু অধিকার রয়েছে, যখন স্বামী স্ত্রীর অধিকার গুলো পরিপূর্ণ রূপে আদায় করবে তখন কোন স্ত্রী অসুখী হবেনা। স্ত্রীর কারণে যে সকল সমস্যার সৃষ্টি হয় সেগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। দাম্পত্য জীবন সুখী হবে। তবে পরিপূর্ণ ভাবে দাম্পত্য জীবনের শান্তি পেতে হলে স্ত্রীদের কিছু কর্তব্য রয়েছে যা স্বামী পায়। যখন স্বামী ও স্ত্রী প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করবে তখন আল্লাহর রহমতে দাম্পত্য জীবনে পরিপূর্ণ শান্তি পাওয়া যাবে। এখন কোরআন হাদিসের স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। স্বামীর প্রতি স্ত্রী'র কিছু অধিকার রয়েছে। আল্লাহ তায়ালা কুর'আন কারিমে বলেন, নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, এবং তাদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আল্লাহ হচ্ছেন মহা পরাক্রান্ত, প্রজ্ঞাময়। (সুরা বাকারা: ২২৮) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ,পুরুষদের অধিকার রয়েছে স্ত্রীদের উপর এবং স্ত্রীদের অধিকার রয়েছে তোমাদ…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's