৩১৩ জন বদরী সাহাবীদের নামের তালিকা ও তাদের ফজিলত
বদর যুদ্ধ হলো ইসলামের সর্ব প্রথম যুদ্ধ, রসূল সাঃ এবং তার ৩১৩ জন সাহাবা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধে রসূল সাঃ এর দোয়ার ফলে আল্লাহ তাআলা আকাশ থেকে পাঁচহাজার ফেরেশতা অবতীর্ণ করে মুসলমানদের সাহায্য করেছিলেন। মুসলমানদের অবস্থান যা যুদ্ধ করার অনুপযোগী ছিল তা উপযোগী করেছেন। মুসলমানদের পানির ব্যবস্থা করে দিয়েছেন। যার ফলে মুসলমান ১০০০ সশস্ত্র বাহিনীর সাথে বিজয় লাভ করেছিলেন। বদরী সাহাবায়ে কেরামের ফজিলত ইসলামের প্রথম যুদ্ধ বদরে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের রয়েছে অন্যদের তুলনায় অধিক বৈশিষ্ট্য।জিবরাঈল আঃ রসূল সাঃ কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল আপনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদেরকে সকল মুসলমানদের মাঝে কেমন মনে করেন, রসূল বলেন আমি তাদেরকে সমস্ত মুসলমানদের থেকে উত্তম মনে করি। জিব্রাইল আঃ বলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী ফেরেশতাদের মর্যাদা এমনই। (বুখারী শরীফ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরী সাহাবীদের কে অত্যন্ত মহব্বত করতেন এবং তাদেরকে ভালোবাসতেন একবার তিনি তাদের কে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ রাব্বুল আলামীন বদরী সাহাবীদের প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছে এবং বলেছেন তোমরা যা ইচ্ছ…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's