কোরআনে বর্ণিত হাবিল কাবিলের প্রসিদ্ধ ঘটনা ও আমাদের শিক্ষা।

কোরআনে বর্ণিত হাবিল কাবিলের প্রসিদ্ধ ঘটনা ও আমাদের শিক্ষা। কুরআনের বর্ণনা অনুযায়ী কাবিল কর্তিক হাবিলকে হত্যা করার ঘটনাই মানব ইতিহাসে সর্বপ্রথম হত্যা
কোরআনে বর্ণিত হাবিল কাবিলের প্রসিদ্ধ ঘটনা ও আমাদের শিক্ষা।
কুরআনের বর্ণনা অনুযায়ী কাবিল কর্তিক হাবিলকে হত্যা করার ঘটনাই মানব ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড। হিংসায় বশীভূত হয়ে কাবিল আপন ছোট ভাই হাবিলকে হত্যা করেছিল। হিংসার কারণ হলো আল্লাহ তাআলা কাবিলের কোরবানি কবুল করেন নাই বরং হাবিলের কুরবানী কবুল করেছিলেন। হাবিল এবং কাবিল কেন আল্লাহ তাআলার জন্য কুরবানী দিয়েছিল তা কুরআনে কারীমে বর্ণিত হয়নি তবে হাদীস শরীফে তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। কুরআনে বর্ণিত হাবিল কাবিলের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, আদমের দু’ পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও, যখন তারা উভয়ে কুরবানী করেছিল তখন একজনের কোরবানির কবুল হলো অন্যজনের কবুল হলো না। তাদের একজন বলল আমি তোমাকে হত্যা করবই। অপরজন বলল আল্লাহ মুত্তাকীদের কুরবানী কবুল করেন। আমাকে হত্যা করার জন্য আমার প্রতি তুমি হাত বাড়ালেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না। আমি তো জগৎসমূহের রব আল্লাহকে ভয় করি। আমি চাই যে তুমি আমার ও তোমার পাপের ভার বহন করে জাহান্নামি হও এবং এটা জালিমদের কর্মফল। তারপর তার প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যায় প্ররোচিত করলো এবং সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভু…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment