ন বর্ণ দিয়ে ছেলে সন্তানের ইসলামিক নাম অর্থসহ

ন বর্ণ দিয়ে ছেলে সন্তানের ২০০+ ইসলামিক নাম অর্থসহ।
ন বর্ণ দিয়ে ছেলে সন্তানের ইসলামিক নাম অর্থসহ
মানব সন্তান জন্মের ৭ দিন পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির সামনে আসে তা হল সুন্দর অর্থবোধক একটি নাম নির্বাচন করা। মাশাল্লাহ ইসলামী সমাজের মধ্যে এই নাম নির্বাচন করার ক্ষেত্রে অনেক গুরুত্ব দেওয়া হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রমও দেখা যায়। এ কারণেই আজ সমাধান মিডিয়া ন বর্ণ দিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইসলামিক নাম অর্থসহ আপনাদের সামনে হাজির করেছে। সুন্দর অর্থবোধক নামের ফজিলত ইসলামে সুন্দর অর্থবোধক নামের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতিদের নাম ধরে যখন আহবান করবেন বলবেন, আব্দুর রহমান, তখন আব্দুর রহমান নামধারী সকল মানুষ দাঁড়িয়ে যাবে। এবং সকলে অগ্রসর হতে চাইবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর নামের উছিলায় হতে পারে সকলকে ক্ষমা করে দিতে পারেন। তাছাড়াও নামের একটি প্রভাব ব্যক্তির উপর পড়ে থাকে। নামের অর্থ যদি খারাপ হয় তাহলে ওই ব্যক্তির উপর খারাপ প্রভাব পড়ে। নামের অর্থ যদি সুন্দর হয় তাহলে ওই ব্যক্তির উপর সুন্দর প্রভাব পড়ে। সবচেয়ে সুন্দর নাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সুন্দর নাম আব্দুল্লাহ…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment