ভালোবাসার চাদর ড. বিলাল ফিলিপস pdf download

 ডক্টর বিলাল ফিলিপস এর লেখা ভালোবাসার চাদর, বইটি সম্পর্কে রিভিউ প্রদান করা হবে। একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো বিবাহ। বিবাহ সংঘটিত হওয়ার জন্য যে সকল জিনিসের প্রয়োজন হয় তা হলো, আদর্শ স্ত্রী, আদর্শ স্বামী, এটি যোগার করতে পারলে পাওয়া যায় সাংসারিক ও পারিবারিক জীবনের শান্তি। পরিবারের শান্তি কিভাবে বিরাজ করবে, কিভাবে একটি আদর্শ পরিবার বিবাহের মাধ্যমে সমাজকে উপহার দেয়া যায়। এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা এই বইটিতে করা হয়েছে। কোন একজন মানুষ যদি এই বইটিকে সঠিকভাবে বুঝে পাঠ করতে পারে, তাহলে তার জীবনের বহু সমস্যার সমাধান সে এখানে খুঁজে পাবে। আজকের এই আর্টিকেলটিতে এই বইটি সম্পর্কে রিভিউ এবং ডাউনলোড করার লিংক প্রদান করা হবে।

ভালোবাসার চাদর ড. বিলাল ফিলিপস pdf download

এই বইটিতে যা যা রয়েছে

  1. কল্যাণময় বন্ধন
  2. স্বামী স্ত্রীর নির্বাচন পর্ব
  3. বিয়ের প্রস্তাব
  4. আকদ অনুষ্ঠান
  5. বিয়ের অনুষ্ঠান
  6. একসাথে পথ চলা
  7. বাসর রাত 
  8. দৈহিক মিলন
  9. স্ত্রী যখন একাধিক 
  10. ওলিমা বৌভাত
  11. নিষিদ্ধ বিয়ে
  12. স্পির অর্থনৈতিক নিরাপত্তা 
  13. স্ত্রীর অধিকার স্বামীর কর্তব্য
  14. স্বামীর অধিকার স্ত্রীর কর্তব্য

চুম্বুকাংশ-১

স্বামী-স্ত্রীর পারস্পরিক অংশীদারিত্বপূর্ণ কিছু দায়িত্ব এবং কর্তব্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি চুক্তির নাম 'বিয়ে'। বিয়ে তাদের মাঝে একটি অংশীদারিত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি করে যে সম্পর্কটিতে উভয়কেই নিজ নিজ সক্রিয় ভূমিকা পালন করতে হয়। এভাবেই হাতে হাত রেখে জীবনপথের সকল বাধা-বিপত্তি কাটিয়ে মিলেমিশে সামনে এগিয়ে যেতে হয়।

পুরুষ হলো সংসারের প্রধান কর্তা। নারী তার সহযোগী। আপন ভুবনে দায়িত্ব ও কর্তব্য পালনে পারঙ্গম নারীকে সংসারের অনেক কাজই সামলাতে হয়, যা পুরুষের পক্ষে সম্ভব নয়। আবার পশ্চিমা ভাবাদর্শে প্রভাবিত হয়ে কিছু নারী পুরুষকে ডিঙিয়ে পরিবারের কর্তা হতে চায়—এটাও উচিত নয়। এ রকম অস্বাভাবিক ও নিয়মবিরুদ্ধ চর্চার অনিবার্য পরিণতি হিসেবে এসব পরিবারে দেখা দেয় চরম বিশৃঙ্খল ও নৈরাজ্যকর পরিস্থিতি।

স্বামী ও স্ত্রী প্রত্যেকের রয়েছে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য। একটি সুখী ও সার্থক দাম্পত্য-জীবনের নিশ্চয়তা স্বামী-স্ত্রীর পারস্পরিক কর্তব্য পালন, তাদের পারস্পরিক অধিকার সংরক্ষণ ও পরস্পরের প্রতি আস্থা-বিশ্বাসের মাঝেই নিহিত। এসবের কোনোরূপ লঙ্ঘন করা পরিবারের নিশ্চিত বিপর্যয় ও ব্যর্থতার পথকে উন্মুক্ত করে দেয়।

জম্বুকাংশ-২

স্ত্রীকে বিনোদন দেওয়া

স্ত্রীকে খেলার ছলে বিনোদন দেওয়া এবং ইসলামসম্মত পন্থায় বিভিন্নভাবে তাকে খুশি করা এবং তার মনে আনন্দের সৃষ্টি করার জন্য স্বামীকে উৎসাহিত করা হয়েছে। আল্লাহর রাসূল তাঁর সহধর্মিণীদের সাথে এমনটি করতেন। এই মর্মে ‘আইশাহসহ অন্যান্য নবিজি-পত্নীদের থেকে বিস্তারিতভাবে হাদীস বর্ণিত হয়েছে।

জাবির ইবনু ‘আব্দুল্লাহ এবং জাবির ইবনু ‘উমাইর বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেছেন: আল্লাহকে স্মরণ করা হয় না এমন সবকিছুই বৃথা, নিরর্থক এবং বাতিল- তিনটি কাজ ছাড়া :এক, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিনোদন দেয়, দুই ,যখন কোনো ব্যক্তি তার ঘোড়াকে প্রশিক্ষণ দেয়,তিন, যখন (ধনুর্বিদ্যা চর্চার সময়) ব্যক্তি দুই খুঁটির মাঝখানে হাঁটে এবং অন্য ব্যক্তিকে সাঁতার শিক্ষা দেয়।

স্বামী যেহেতু পরিবারের প্রধান কর্তা, তাই স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার আচরণ অবশ্যই হতে হবে ন্যায়সংগত এবং সুবিচারপূর্ণ। এ ক্ষেত্রে তার ব্যর্থতা হবে পরিবার পরিচালনার ক্ষেত্রে তার ব্যর্থতার পরিচায়ক। নিজের শারীরিক শক্তি ব্যবহার করে স্ত্রীকে নির্যাতন করা স্বামীর মোটেই উচিত নয়।

বই পরিচিতি

নাম:- ভালোবাসার চাদর।

লেখক:- ড. বিলাল ফিলিপস।

মাকতাবা:-সিয়ান পাবলিকেশন লিমিটেড।

পৃষ্ঠা সংখ্যা:- ১৮৩

সাইজ:- ২৫ এমবি

ভাষা:- বাংলা

ধরন:- পিডিএফ

ডাউনলোড

এই বইটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড অপশন এ ক্লিক করে এক মিনিট অপেক্ষা কর তারপর ভিজিট অপশনে ক্লিক করে সরাসরি বইটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড

দাবিত্যাগ

প্রিয় পাঠক যে বইটি আজ সমাধান মিডিয়া আপনাদের সামনে রিভিউ দিল এবং ডাউনলোডের লিংক প্রদান করল এই বইটি কিন্তু সমাধান মিডিয়া পিডিএফ হিসেবে তৈরি করে নাই বরং অনলাইন থেকে কালেক্ট করে রিভিউ এবং ডাউনলোড লিংক দিয়েছে । কাজেই যদি কাজেই যদি আপনি এই বইটির স্বত্বাধিকারী হয়ে থাকেন এবং এই বইটিকে এখান থেকে সরাতে চান তাহলে সমাধান মিডিয়ার সাথে যোগাযোগ করুন 24 ঘন্টার ভিতরে তাকে সরিয়ে ফেলা হবে।

বিশেষ দ্রষ্টব্য

যদি আপনি বইটিকে ক্রয় করার মতন সমর্থ্য এবং সুযোগ থাকে তাহলে বইটি ক্রয় করে পড়বেন আর যদি সমার্থক কিংবা সুযোগ না থাকে তাহলে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন আশা করি এখানে কারো কোন দ্বিমত থাকবে না।

About the author

Somadanmedia
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

إرسال تعليق