আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ সমাধান মিডিয়া আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দোয়ার বই নিয়ে রিভিউ দিবে এবং ডাউনলোড করার লিংক প্রদান করবে। সুতরাং যদি আপনি কোন স্বয়ংসম্পূর্ণ কোন দোয়ার বই খুঁজে থাকে তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। চলুন আমরা এই আপনার প্রয়োজন আল্লাহ কে বলুন বই pdf download বইটা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।
আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির লেখা এই কিতাবটির অনুবাদ করেছেন জিয়াউর রহমান মুন্সি। আল্লামা ইবনে তাইমিয়া জেনে তার জমানায় গ্রুপ শ্রেষ্ঠ আলেমে দ্বীন হিসেবে পরিচিত ছিলেন। তিনে হাজির শাস্ত্র ফিকাসস্ত্র এবং দ্বীনি সকল এলমে পরিপূর্ণ দক্ষতা অর্জন করেছিলেন। এই কিতাবটি তার লেখা সুতরাং বুঝতেই পারছেন কিতাবটির মূল্য কত বেশি।
কিতাবের উল্লেখযোগ্য কিছু অংশ
বাস্তবিকভাবে এই কিতাবের প্রত্যেকটা বিষয় উল্লেখযোগ্য কিন্তু এখানে নমুনা হিসেবে এক দুইটা বিষয় উল্লেখ করা হচ্ছে।
১,স্বপ্ন দেখার পর করণীয়
[৪৮] আবূ সালামা বলেন, আমি আবূ কাতাদা ইবনু রিঈ -কে বলতে শুনেছি, 'আমি আল্লাহর রাসূল -কে বলতে শুনেছি, "কিছু স্বপ্ন (রু'ইয়া) আল্লাহর পক্ষ থেকে আসে, আর কিছু স্বপ্ন (হুল্ম) আসে শয়তানের পক্ষ থেকে। তোমাদের কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখে, সে যেন জেগে ওঠার পর বাম দিকে তিন বার থুতু ফেলে এবং তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়; তাহলে, আল্লাহ চাহে তো, ওই স্বপ্ন কখনও তার ক্ষতি করতে পারবে না।"
আবূ সালামা বলেন, 'একসময় আমি এমন কিছু স্বপ্ন দেখতাম, যা আমার কাছে পাহাড়ের চেয়ে বেশি ভারী মনে হতো। এ হাদীস শোনার পর থেকে, এ নিয়ে আমি আর কোনও পরওয়া করি না।'
অপর এক বর্ণনায় আবূ সালামা বলেন, 'কিছু স্বপ্ন আমাকে অসুস্থ করে ফেলত। পরিশেষে আমি আল্লাহর রাসূল -কে বলতে শুনি, "ভালো বা সৎ স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে। তোমাদের কেউ যদি পছন্দনীয় স্বপ্ন দেখে, সে যেন তার প্রিয় ব্যক্তি ছাড়া অন্য কারও কাছে ওই স্বপ্নের কথা না বলে। আর যদি সে অপছন্দনীয় কোনও স্বপ্ন দেখে, তার উচিত ওই স্বপ্নের কথা (কাউকে) না বলা; বরং সে যেন তার বাম দিকে থুতু ফেলে এবং স্বপ্নের অনিষ্ট ও অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। তাহলে ওই স্বপ্ন কখনও তার ক্ষতি করতে পারবে না।" (১) মুসলিম, ২২৬১।
[৪৯] জাবির থেকে বর্ণিত, 'আল্লাহর রাসূল বলেন, "তোমাদের কেউ যদি অপছন্দনীয় স্বপ্ন দেখে, সে যেন তার বাম দিকে তিন বার থুতু ফেলে, তিন বার বলে-
اعوذ بالله من الشَّيْطَانِ الرَّجِيمِ
আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।এবং যে পাশে (শোয়া) ছিল ওই পাশ থেকে ঘুরে যাবে।
২,সন্তানের নাম রাখার সময়
[২০৮] আমর ইবনু শুআইব কর্তৃক তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণিত, 'শিশু জন্মগ্রহণের পর সপ্তম দিনে তার নাম রাখা, তার কষ্ট দূর করে দেওয়া(৩) ও আকীকা দেওয়ার জন্য নবি এর নির্দেশ দিয়েছেন।'
[২০৯] নবি-এর ছেলে ইবরাহীম, ইবরাহীম ইবনু আবী মূসা, আবদুল্লাহ ইবনু আবী তালহা ও মুযির ইবনু আবী উসাইদ এল—এসব শিশুর জন্মের কাছাকাছি সময়ে নবি ম তাদের নাম রেখে দিয়েছেন।
[২১০] আবুদ দারদা থেকে বর্ণিত, 'আল্লাহর রাসূল বলেন, "কিয়ামাতের দিন তোমাদেরকে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে। অতএব, তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রেখো।"
কিতাব পরিচিত
- নাম:- আপনার প্রয়োজন আল্লাহ কে বলুন।
- লেখক:- আল্লামা ইবনে তাইমিয়া রহঃ
- অনুবাদক:- জিয়াউর রহমান মুন্সি।
- ভাষা:- বাংলা
- পৃষ্ঠা সংখ্যা:- ১৮১
- মাকতাবা:- মাকতাবাতুল বয়ান
- ওজন:- ২৪ মেগাবাইট।
ডাউনলোড
এই কিতাবটি ডাউনলোড করতে ডাউনলোড বাটনে ক্লিক করে এক মিনিট অপেক্ষা কর তারপর ভিজিট অপশনে ক্লিক করুন স্বয়ংক্রিয় ভাবে বইটি ডাউনলোড হয়ে যাবে।
ZIP password:- somadanmedia.com
Join Telegram channel
দাবিত্যাগ
এ বইটি অনলাইন থেকে কালেক্ট করা সুতরাং আপনার যদি বই কেনার সময় থাকে তাহলে ভয় ক্রয় করে পড়ার অনুরোধ রইলো। যাতে করে লেখকের উৎসাহ কমে না যায়। যদি কোনো কারণে তা ক্রয় করা সম্ভব না হয় তাহলে এই ভিডিওটি পড়ে উপকৃত হতে পারবেন।
উপসংহার
সমাধান মিডিয়ার পাশে থাকার জন্য ধন্যবাদ সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য রইল শুভেচ্ছা। এই বইটি আপনার কাছে কেমন লেগেছে কিংবা এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।