জামাআতের সাথে নামাজ আদায় করার ৬টি রহস্য ও উপকারিতা।

জামাআতের সাথে নামাজ আদায় করার ৬টি রহস্য ও উপকারিতা।
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। সমাধান মিডিয়ার পক্ষ থেকে র‌ইল শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি যুক্তির আলোকে জামাতের সাথে নামাজ আদায় করার রহস্য জানতে চান তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য। কেননা পবিত্র কোরআন এবং হাদীস শরীফে জামাতের সাথে নামাজ আদায় করার রয়েছে বহু তাকিদ ও গুরুত্ব। সুতরাং কুরআন ও হাদীস মেনে জামাতের সাথে নামাজ আদায় করা ব্যতিত কোন উপায় নাই চাই বুঝে কিংবা যুক্তিতে আসুক বা না আসুক। তবে কুরআন ও হাদীস যুক্তি বিরোধী না বিধায় আজ যুক্তির নিরিখে জামায়াতের সাথে নামাজ আদায় করার রহস্য ও উপকারিতা বনর্না করবো ইনশাআল্লাহ। জামাআতে নামায পড়ার হিকমত সম্পর্কে শ্রদ্ধেয় আলিমগণ বহু কিছু লিখেছেন । কিন্তু আমার সীমিত দৃষ্টি যতটুকু পৌঁছেছে তাতে হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলবীর সার্বিক ও সূক্ষ্ম তাৎপর্যপূর্ণ আলোচনা অপেক্ষা উৎকৃষ্টতম অন্য কারও বক্তব্য আমার দৃষ্টিগোচর হয় নি। যদিও হযরত শাহ সাহেব (রহ.)-এর ভাষায় সে আলোচনা শুনতে পারলে পাঠকবৃন্দ অধিক স্বাদ আস্বাদন করতে পারতেন। কিন্তু আমি বিষয়বস্তু সংক্ষেপ করার উদ্দেশ্যে তার বক্তব্যের সারমর্ম এখানে বর্ণনা করছি।  জামাতের…

About the author

A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment