জমিয়তে উলামায়ে হিন্দের সংক্ষিপ্ত ইতিহাস।
উপমহাদেশের প্রাচীনতম ইসলামী ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম যা ১৯১৯ সনে মুফতী কেফায়তুল্লাহ দেহলভী রহঃ এর নেতৃত্বে এবং শায়খুল হিন্দ রহঃ এর নিসবতে প্রতিষ্ঠিত হয়ে আজও কোটি কোটি মানুষের আন্তরিক ভালবাসার চূড়ায় অবস্থান করছে। শতবর্ষাধিক বয়সী এই এই রাজনৈতিক সংগঠনের সংক্ষিপ্ত ইতিহাস বা পরিচিত সম্পর্কে জ্ঞাত থাকা উচিত। কাজেই চলুন সেই সংগঠনের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেই। জমিয়ত প্রতিষ্ঠান লগ্নে পৃথিবী ঊনবিংশ শতাব্দীতে বৃটেনে প্রথম কয়লা আবিষ্কার হয়। তাই বৃটেন ও ফ্রান্সে মিল-ফ্যাক্টরি গড়ে ওঠে। মিল-ফ্যাক্টরির জন্য কাঁচামাল প্রয়োজন হয়। যেমন- চিনির জন্য আখ, কাপড়ের জন্য তুলা, কাগজের জন্য বাঁশ, ঔষধের জন্য লতাপাতা ইত্যাদি। কয়লার আবিষ্কারের পর বৃটিশ ও ফরাসীরা ইঞ্জিন চালিত জাহাজ আবিষ্কার করে এবং কাঁচামালের সন্ধানে বের হয়। ধীরে ধীরে তারা এশিয়া আফ্রিকার দেশগুলোতে আধিপত্য বিস্তার করতে থাকে। এই আধিপত্যবাদকে কেন্দ্র করে প্রথম মহাযুদ্ধের সূচনা হয়। বৃটিশ, ফ্রান্স, রাশিয়া, সার্বিয়া ও বেলজিয়াম একপক্ষ। উসমানী খেলাফত, জার্মান, ইতালি, বুলগেরিয়া ও অস্ট্রিয়া অপরপক্ষ। ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত বিশ্…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's