সালামের গুরুত্ব, ফজিলত ও মাসায়েল
সালাম আরবি শব্দ তার অর্থ হল শান্তি, নিরাপত্তা। সালাম ইসলামের নিদর্শন, সালামের আদান-প্রদানের মাধ্যমে মুসলমানিত্ব প্রকাশ পায়। সুতরাং আমাদের সালামের গুরুত্ব ও ফজিলত জানা উচিত যেন আমরা তার উপর আমল করতে পারি। এবং দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করতে পারি। সালামের গুরুত্ব ও ফজিলত রসূল সাঃ বলেন আল্লাহ তায়ালা হযরত আদম আঃ কে নিজ আকৃতিতে সৃষ্টি করার পর বললেন ফেরেশতাদের কে সালাম দিতে, হযরত আদম আঃ ফেরেশতাদের কে বললেন আসসালামুয়ালাইকুম ফেরেশতারা উত্তরে বলল ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ, এখান থেকেই সালামের প্রচলন শুরু যা আল্লাহ তায়ালার আদেশ হযরত আদম আঃ ফেরেশতাদের উদ্দেশ্যে আসসালামুয়ালাইকুম বলেছিলেন এবং ফেরেশতার তার উত্তর দিয়ে ছিল। এটাকেই আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য পরস্পর সাক্ষাত কালে অভিবাদন হিসেবে চালু করেছেন। আল্লাহ তায়ালা বলেন যখন তোমাদের কে সালাম দেয় তাহলে তোমরা তার জবাবে তার থেকে উত্তম টি দিবে বা ঐ শব্দটাই বলবে ( যা সালাম প্রদানকারী বলেছিল) নিশ্চয় আল্লাহ তায়ালা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণকারী। সূরা নিসা আয়াত ৮৬ সালাম জান্নাতে যাওয়ার সোপান রসূল সাঃ বলেন তোমরা সালামের প্রচার কর এ…
About the author
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's