ব্যাংক কত প্রকার ও কী কী বিস্তারিত এবং ব্যাংকে চাকুরি করার বিধান

প্রিয় পাঠক আজ সমাধান মিডিয়া ব্যাংকের প্রকার সম্পর্কে আলোচনা করবে।কারণ বুঝমান সকল মানুষ ব্যাংক সম্পর্কে কিছু না কিছু জানে কিন্তু পরিপূর্ণভাবে বলতে পারবে না ব্যাংকের কতটি প্রকাশ আছে তাই সমাধান মিডিয়া আপনাদের সামনে ব্যাংকের প্রকাশ সমূহ এক এক করে আলোকপাত করবে।

Types and identity of banks

বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে ব্যাংক ছয় প্রকার। যথাঃ

What is agri culture Bank?

এক, কৃষি ব্যাংক: যাকে আরবিতে المصرف الزراعي আর agri culture Bank বলে। এই ব্যাংক শুধু কৃষিক্ষেত্রে ঋণ প্রদান করে।

What is industrial Bank?

দুই, শিল্প ব্যাংক: যাকে আরবিতে المصرف الصناعي এবং ইংরেজিতে industrial Bank বলে। এই ব্যাংকের কাজ হচ্ছে শুধু শিল্প উন্নয়নের জন্য ঋণ সরবরাহ করা।

What is developmen Bank?

তিন, উন্নয়ন ব্যাংক: যাকে আরবিতে بنوك التنمية এবং ইংরেজিতে developmen Bank বলে। তার কাজ হল নির্দিষ্ট কোন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ঋণ প্রদান করা।

What is cooperative Bank?

চার, সমবায় ব্যাংক: যাকে আরবিতে المصرف التعاوني এবং ইংরেজিতে cooperative Bank বলে। এ ব্যাংক পারস্পর সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। তার কাজের পরিধি সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকে। যারা এই ব্যাংকের সদস্য হয় তাতে কেবল তাদেরকেই ডিপোজিট থাকে। এবং শুধু তাদেরকেই ঋণ প্রদান করা হয়।

What is investment bank?

পাঁচ, বিনিয়োগ ব্যাংক: যাকে আরবিতে بنك الاستثمار বলে ইংরেজিতে investment bank বলে। আমাদের দেশে বিনিয়োগ ব্যাংক বলতে এমন ব্যাংকে বোঝানো হয় যাতে নির্দিষ্ট মেয়াদের ডিপোজিট থাকে। কারেন্ট বা সেভিং একাউন্ট এতে থাকে না। শুধু ফিক্স ডিপোজিট থাকে। আর ঋণ নির্দিষ্ট মেয়াদের জন্য চালু করা হয়। তার থেকে কম মেয়াদে ঋণ প্রদান করা হয় না।

What is Commercial bank?

ছয়,বাণিজ্যিক ব্যাংক: যাকে আরবিতে البنك التجارب এবং ইংরেজিতে Commercial bank বলে। এই ব্যাংক সাধারণভাবে অর্থ বিনিয়োগের কাজ করে। এর কার্যক্রম বিশেষ কোন প্রকল্পের সাথে নির্দিষ্ট নয়।

প্রিয় পাঠক এই পর্যন্ত মোটামুটি ভাবে ব্যাংকের ছয়টি প্রকার আলোচনা করা হয়েছে।

মালিকানা ভিত্তিতে ব্যাংকের প্রকারভেদ Types of banks based on ownership

সরকারি মালিকানা ভিত্তিতে ব্যাংকে চার প্রকার,তথা:- ,সরকারি।, বেসরকারি।, সরকারি ও বেসরকারি যৌথ।,স্বায়ত্তশাসিত ব্যাংক।

এক,সরকারি ব্যাংক /Government Bank:- সরকারি ব্যাংক বলা হয় যে ব্যাংকের সংগঠক পরিচালক নিয়ন্ত্রক সরকার।এই ব্যাংক সরকারি উদ্যোগের গঠিত হতে পারে। এবং পরবর্তীতে জাতীয়করণের মাধ্যমে সরকারি মালিকানায় আসতে পারে। সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক ইত্যাদি এই ব্যাংকের উদাহরণ।

দুই, বেসরকারি ব্যাংক /private bank :- যে ব্যাংকের সংগঠক পরিচালক ও নিয়ন্ত্রক কোন ব্যক্তি তাকে বেসরকারি ব্যাংক বলে। তবে উক্ত ব্যাংকের জন্য সরকারের কাছে বিশাল টাকার একটি জামানত রাখতে হয় এবং সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হতে হয়। যেমন:- ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ইত্যাদ।

তিন, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক/A bank established by government and private joint venture বলা হয়: যে ব্যাংকের উদ্যোক্তা, পরিচালক ও নিয়ন্ত্রক, সরকারি এবং বেসরকারি যৌথ ভাবে হয়েছে তাকে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক বলা হয়। যেমন: আই,এফ,আই,সি, ব্যাংক, রূপালী ব্যাংক।

চার,স্বায়ত্তশাসিত ব্যাংক/Autonomous Bank বলা হয়:-যেসব ব্যাংকের পরিচালনা ও নিয়ন্ত্রত নিজস্ব আইন ও নীতিমালা দ্বারা পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত ব্যাংক বলে। যেমন:-পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, এনসিসি ব্যাংক ইত্যাদি।

সংগঠনের কাঠামো হিসেবে ব্যাংকের প্রকারভেদ/Types of banks as organizational structure

এক, একক ব্যাংক / Unit bank: যে ব্যাংক একটি অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলে। এই ব্যাংকের একটি অফিস ছাড়া আর অন্য কোথাও কোন শাখা থাকে না। যুক্তরাষ্ট্রে এ ধরনের ব্যাংক প্রচুর পাওয়া যায় তবে বাংলাদেশে এ ধরনের কোন ব্যাংক নেই।

দুই, শাখা ব্যাংক /Branch Bank: যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশ-বিদেশে বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত হয় এবং পরিচালিত হয় নাকি শাখা ব্যাংক বলে। বাংলাদেশের বেল সকল সামগ্রিকভাবে শাখা ব্যাংকের এই অন্তর্ভুক্ত।

তিন, চেইন ব্যাংক /Chain Bank : যে ব্যাংক ব্যবস্থায় একই শ্রেণীবিভাগ কতিপয় ব্যাংক তাদের স্বাধীনতা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতা মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেন ব্যাঙ্ক বলে। এ ব্যবস্থায় সমজাতীয় কতগুলো ব্যাংক একই পরিবারের অন্তর্ভুক্ত, ব্যক্তিবর্গ বা ব্যক্তিবর্গের অধীনে পরিচালিত হয়। এই ধরনের ব্যাংকের উদাহরণ যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। বাংলাদেশের তার কোন উদাহরণ নেই।

চার, গ্রুপ ব্যাংক /Group Bank: যে ব্যাংক ব্যবস্থায় কোন একটি আর্থিক প্রতিষ্ঠান একই ধরনের কতগুলো ছোট ব্যাংক গঠন করে বা একাধিক ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে সমন্বিতভাবে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করে তাকে গ্রুপ ব্যাংক বা ব্যাংকিং বলা হয়। এই ব্যবস্থাপনায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে হোল্ডিং কোম্পানি এবং যাদের নিয়ন্ত্রণ ওভার গ্রহণ করা হয় তাদেরকে সাবসিডিয়ারি কোম্পানি বলে।

ব্যাংকে চাকরী করার হুকুম?

প্রশ্ন:- ব্যাংকে চাকরি করার ব্যাপারে শরিয়তের হুকুম কী?

উত্তর:-ব্যাংক তার চাকরিজীবীদের কে সুদী ইনকাম থেকে বেতন দিয়ে থাকে। তাছাড়া ও ব্যাংকে চাকরি করার মাধ্যমে সুদের কার্যক্রমে সাহায্য করা হয়। তাই ব্যাংকের মধ্যে কোন ধরনের চাকরি করা জায়েজ নেই।

হাদিস:-হযরত জাবের রাঃ বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ দাতা এবং সুদ গ্রহিতা এবং সুদের কার্যক্রমের লেখক ও সুদের ব্যাপারে সাক্ষ্যদানকারির উপর লানত করেছেন। এবং বলেছেন সুদের গুনাহের ক্ষেত্রে সকলেই বরাবর। (মুসলিম শরীফ)

সুতরাং ব্যাংকে চাকরি করা জায়েজ না হ‌ওয়ার কারণে যে সকল ভাইয়েরা ব্যাংকে চাকরি রত অবস্থায় আছেন।তাদের জন্য করণীয় হলো,হালাল কোন চাকরি খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করা। যখনই কোন হালাল চাকরি মিলে যাবে তখন সাথে সাথে ব্যাংকের চাকরি ছেড়ে দিবে। অতএব যতদিন ব্যাংকে চাকরি রত থাকবে ততদিন আল্লাহ তায়ালার কাছে ইস্তেগফার তথা মাফ চাইতে থাকবে এবং হালাল চাকরির জন্য দোয়া করতে থাকবে। https://www.somadanmedia.com

فقط واللہ اعلم باالصواب

About the author

Somadanmedia
A trusted platform of Education-Culture & News and Islamic Matters And online trip's

Post a Comment